মাস্ক না পরলে সাংঘাতিক বিপদ ঘটতে পারে! পরীক্ষামূলক ভিডিও ভাইরাল

যেখানে মাস্ক পরে থাকলে ব্যাকটেরিয়া রূপ কেমন হয় মাস্কে? মাস্কের কার্যকারিতা নিয়ে বিতর্ক প্রায়শই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে,

যেখানে মাস্ক পরে থাকলে ব্যাকটেরিয়া রূপ কেমন হয় মাস্কে? মাস্কের কার্যকারিতা নিয়ে বিতর্ক প্রায়শই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে,

author-image
IE Bangla Web Desk
New Update
দিনের বাছাই করা ভাইরাল: মাস্ক না পরলে সাংঘাতিক বিপদ ঘটতে পারে! পরীক্ষামূলক ভিডিও ভাইরাল

মাস্ক না পরলে বিপদ যে ঠিক কতটা তাঁর আন্দাজ দিলেন ডাক্তার রিচ ডেভিস। সম্প্রতি টুইটারে তাঁর গবেষণা প্রকাশ করছে। যা দেখে রীতিমত ঘাবড়ে গিয়েছে সোশাল মিডিয়া। অগত্যা ভাইরাল।

Advertisment

ডাক্তার একটি পরীক্ষা করেছেন, যেখানে মাস্ক পরে থাকলে ব্যাকটেরিয়া রূপ কেমন হয় মাস্কে? মাস্কের কার্যকারিতা নিয়ে বিতর্ক প্রায়শই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে, সেই বিতর্ককে আরও তরাণ্বিত করল ডাক্তারের গবেষণা।

“একটি মাস্ক কী করে? আপনার মুখ এবং গলা থেকে যে লালারস সহ থুথু বেরিয়ে আসে, যার সঙ্গে ব্যকটেরিয়া বের হয়, তাঁকে বল্ক করে মাস্ক। "ওয়াশিংটনের রাজ্যের স্পোকেনের মাইক্রোবায়োলজিস্ট ডাক্তার রিচ ডেভিস টুইট করে জানিয়েছেন, মাস্ক সহ ও মাস্ক ছাড়া দুভাবেই পরীক্ষা করেছেন।

Advertisment

টুইটে তিনি লিখেছেন, “দুটি সাধারণ ডেমো: প্রথমে, আমি মাস্ক পরে কথা বললাম, হাঁচি দিলাম, কাঁশলাম। আমার শরীর থেকে বের হওয়া ব্যাকটিরিয়াকে আটকে গেল মাস্কে। ” সেটিকে সংগ্রহ করেন তিনি। যা সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ডাক্তার।

Read the full story in English

COVID-19 covid