Advertisment

আশার আলো দেখাল সদ্য়োজাত, জন্মের পরই খুদের কীর্তি দেখলে চমকে যাবেন

করোনায় নিউ নর্মাল জীবনে যেখানে মাস্ক পরা ছাড়া উপায় নেই, সেখানে এমন ছবি, যেন আগামীতে ভাল দিনের ইঙ্গিত দিল।

author-image
IE Bangla Web Desk
New Update
আশার আলো দেখাল সদ্য়োজাত, জন্মের পরই খুদের কীর্তি দেখলে চমকে যাবেন

সেই ছবি।

করোনার গ্রাসে গোটা বিশ্ব। ভাইরাসের কামড়ে রোজই ঝরছে প্রাণ। এমন কঠিন সময়ে একটি ছবি ঘিরে আশার আলো দেখল দুনিয়া। জন্মের পর ডাক্তারের মুখাবরণে (মাস্ক) টান দিয়ে খুলে ফেলছে সদ্য়োজাত। সোশ্য়াল মিডিয়ায় এমন ছবি দেখে নতুন সকালের অপেক্ষায় আশায় বুঁদ সকলেই। করোনায় নিউ নর্মাল জীবনে যেখানে মাস্ক পরা ছাড়া উপায় নেই, সেখানে এমন ছবি, যেন ভাল দিনের ইঙ্গিত দিল।

Advertisment

ছবিটি ফেসবুকে শেয়ার করেছেন দুবাইয়ের ডাক্তার সমীর চাইব। এ ছবিটি দিয়ে তিনি লিখেছেন, ‘‘আমরা সকলেই খুব শীঘ্রই মাস্ক খুলতে চাই, এ যেন তারই ইঙ্গিত''। করোনা আবহে এমন ছবি ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়।

আরও পড়ুন: মুসলিম পরিবারে হিন্দু রীতিতে সাধভক্ষণ! বয়কটের মুখে বিজ্ঞাপন সরাল তানিশক

দেখুন সেই ছবি,

দেখে নিন ছবি দেখে কী বললেন নেটাগরিকরা...

baby removes face mask doctor face viral picture মুগ্ধ নেটাগরিকরা।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

viral
Advertisment