scorecardresearch

ভারতীয়ের বিয়ে, ব্যাণ্ড বাজাচ্ছেন ব্রিটিশরা……ট্যুইটে ‘ইংরেজ বধ’ অভিযান

সম্প্রতি তিনি টুইটারে একটি পাঞ্জাবি বিয়ের একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বিয়ের সময়, ব্যান্ড বাজাচ্ছেন ব্রিটিশ ব্যান্ডপার্টি টিম।

baraat, london, britishm band baaja, twitter, funny, viral video"/>

লন্ডনে ভারতীয় বিয়েতে ব্যান্ড বাজাচ্ছে ব্রিটিশরা। এমন এক ভিডিও শোরগোল ফেলেছে নেটদুনিয়ায়। যে কোনও ভারতীয় বিয়ে মানেই নাচ-গান ব্যান্ডপার্টি, দেদার মজা।   ব্যান্ড বাজিয়ে বর আসাটা ভারতে রীতিমত একটা রেওয়াজ। কিন্তু বিদেশে কী করে সেই দেশীয় সংস্কৃতি অক্ষুন্ন থাকবে ভেবেই কুল পাচ্ছিলেন না কনের পরিবারতা হয়ে এগিয়ে এলেন ব্রিটিশ ব্যাণ্ড বাদকরা। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে লন্ডনে একটি ভারতী বিয়ে হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে ব্যান্ড বাজাচ্ছে ব্রিটিশদের একটি দল।

সম্প্রতি তিনি টুইটারে একটি পাঞ্জাবি বিয়ের একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বিয়ের সময়, ব্যান্ড বাজাচ্ছেন ব্রিটিশ ব্যান্ডপার্টি টিম। পুরো ভিডিওটি দেখার পর আপনিও নাচতে বাধ্য হবেন। ২০ জানুয়াই টুইটে এই ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, “ভারতীয়র বিয়েতে ব্যাণ্ড বাজাচ্ছেন ব্রিটিশরা, ক্লাসিক প্রতিশোধ।”

ভিডিওটি দেখার পরে মানুষঅন ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় রিশেয়ার করতে শুরু করেছেন। দাবানলের মত ছড়িয়ে পড়েছে এই ভিডিও। একজন ইউজার লিখেছেন, সবে তো শুরু….. অপেক্ষা করুন, ভারতীয়’রাই পৃথিবী শাসন করবে”।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: This indian baraat in london had a british group playing band baaja desi twitter reacts