scorecardresearch

ফেলে দেওয়া চিপসের প্যাকেট থেকে তৈরি হল ট্রেণ্ডি সানগ্লাস, তাক লাগানো সৃষ্টিতে স্তম্ভিত বিশ্ব

সম্প্রতি পুনের একটি সংস্থা তার ২ বছরের বেশি সময় ধরে করা গবেষণায় ফেলে দেওয়া চিপসের প্যাকেট থেকে সানগ্লাস তৈরির দুর্দান্ত পদক্ষেপে নিয়েছে।

chip packets,sunglasses,discarded plastics,environment,Twitter,viral"

ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল থেকে তৈরি জ্যাকেট গায়ে প্রধান মন্ত্রী মোদী সংবাদ শিরোনামে এসেছিলেন। এবার সামনে এল চিপসের প্যাকেট থেকে তৈরি সানগ্লাস। তাক লাগানো সৃষ্টিতে স্তম্ভিত বিশ্বের মানুষ।

পুনে-বেসড একটি সংস্থা তার দুই বছরের গবেষণার পর, চিপস প্যাকেট রিসাইক্লিং করে ‘ট্রেন্ডি সানগ্লাস’ তৈরি করে শিরোনামে এসেছে। আমরা সুস্বাদু চিপস খেতে দারুণ উপভোগ করি, আমরা এটাও জানি যে খাওয়া শেষে খালি প্যাকেটগুলি সম্ভবত কোন ডাস্টবিন অথবা খোলা রাস্টার ধারে পড়ে থাকে। প্লাস্টিক বর্জ্য সবসময়ের জন্যই পরিবেশের পক্ষে ক্ষতিকর।  

সম্প্রতি পুনের একটি সংস্থা তার ২ বছরের বেশি সময় ধরে করা গবেষণায় ফেলে দেওয়া চিপসের প্যাকেট থেকে সানগ্লাস তৈরির দুর্দান্ত পদক্ষেপে নিয়েছে। ক্রমবর্ধমান দূষণ এবং জলবায়ু পরিবর্তনের হাত থেকে একদিনে যা পরিবেশকে বাঁচাবে। আবার সানগ্লাসের ট্রেন্ডি লুক সকলেরই মন জয় করবে।

স্টার্টআপের প্রতিষ্ঠাতা অনীশ মালপানি টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন যাতে ফেলে দেওয়া চিপসের প্যাকেট থেকে তৈরি করা সানগ্লাসের পুরো প্রক্রিয়াটি তুলে ধরা হয়েছে। তিনি এক সাক্ষাৎকারে বলেন, “এটি আমার করা সবচেয়ে কঠিন কাজ। চিপসের প্যাকেট থেকে তৈরি বিশ্বের প্রথম ট্রেন্ডি জোড়া সানগ্লাস, উপস্থাপন করতে পেরে বেজায় উচ্ছ্বসিত!” এই উদ্যোগের জন্য সকলেই তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: This indian company has made sunglasses from chips packet