দিল্লি বিধানসভা নির্বাচন ফলাফলের পর ভাইরাল 'কিউট কেজরিওয়াল'!

আপ তাদের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করেছে সেই ভাইরাল হওয়া ছবিটি। তারা ক্যাপশনে লিখেছে, 'মাফলারম্যান'।

আপ তাদের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করেছে সেই ভাইরাল হওয়া ছবিটি। তারা ক্যাপশনে লিখেছে, 'মাফলারম্যান'।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির (আপ) জয়ের পর, দলীয় প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে অনুকরণ করে সাজা একটি বাচ্চার ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

Advertisment

এটি দিল্লিতে আপের আইটিও সদর দফতরে ইন্ডিয়ান এক্সপ্রেস ফটোগ্রাফার তাশি তবগিয়ালের তোলা ছবি। ছবিতে দেখা যাচ্ছে, ছোট ছেলেটির একটি গোঁফ, চশমা এবং একটি মাফলার রয়েছে। যা দিল্লীর শীতে কেজরিওয়ালের জনপ্রিয় পোশাকের চিত্র। একবার সোশাল মিডিয়ায় শেয়ার হওয়া মাত্রই ভাগ তাত্ক্ষণিকভাবে ভাইরাল হয়ে পরে ছবিটি। অনেকে জানিয়েছে "বেবি কেজরিওয়াল" কেউ কেউ কিউট কেজরিওয়াল বলেও কমেন্ট করেছে। আপ তাদের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করেছে সেই ভাইরাল হওয়া ছবিটি। তারা ক্যাপশনে লিখেছে, 'মাফলারম্যান'।

Advertisment


Read the full story in English 

viral Arvind Kejriwal AAP viral news