/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/12/cats-118.jpg)
ভারতীয় রেল যাত্রীদের সুবিধার্থে স্বল্প ও দূরপাল্লার ট্রেন সহ বিভিন্ন রুটে একাধিক ট্রেন চালায়। এর মধ্যে কিছু ট্রেনের গতি ঘন্টায় ১০০ কিমি এবং আবার কোন ট্রেনের গতি ঘন্টায় ৬০-৭০ কিমি। আবার সম্প্রতি চালু হওয়া বুলেট ট্রেনের গতি ঘন্টায় ১৬০ কিলোমিটারের কিছু বেশি। কিন্তু আজ আমরা আপনাকে দেশের এমন একটি ট্রেন সম্পর্কে বলতে যাচ্ছি যেটি ভারতের সবচেয়ে ছোট এবং সবচেয়ে ধীর গতির ট্রেন। এই ট্রেনটি ২০১৮ সালে প্রথম চালু করা হয়। এই ট্রেনটি কোচি হারবার টার্মিনাস এবং এর্নাকুলাম জংশনের মধ্যে চলে। এই ট্রেনটি আপনার কল্পনার চেয়েও ছোট। কারণ আজ পর্যন্ত এত ছোট ট্রেন আপনি সম্ভবত দেখেননি।
সাধারণত ৯ কোচ অথবা ১২ কোচের লোকাল ট্রেন দেখেই আমরা অভ্যস্ত। দূরপাল্লার ট্রেনে ডজন ডজন বগি আমরা দেখে থাকি। কিন্তু এই ট্রেনে রয়েছে মাত্র তিনটি বগি যা এই ট্রেনটিকে ভারতের সবচেয়ে ছোট ট্রেনের মর্যাদা দেয়। দূর থেকে এই ট্রেনটি দেখলে মনে হয় ট্র্যাকে শুধু ইঞ্জিন চলছে। শুধু তাই নয়, এই ট্রেনের গতিও এতটাই কম যে আপনি সাইকেল নিয়েও অনায়াসেও অতিক্রম করে যেতে পারবেন ট্রেনটিকে।
রেলের তরফে এই ট্রেনটির নাম দেওয়া হয়েছে ডিজেল ইলেকট্রিক্যাল মাল্টিপল ইউনিট (DEMU)। এই ট্রেনটি কেরালায় চলে। কোচি হারবার টার্মিনাস (সিএইচটি) এবং এর্নাকুলাম জংশনের মধ্যে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় দেশের সবচেয়ে ছোট ট্রেন চলাচল করে। এই ট্রেনের রুটও ছোট এবং গতিও স্বাভাবিক ট্রেনের তুলনায় খুবই কম।
দেশের সবচেয়ে ছোট ট্রেনটি ৯ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে ৪০ মিনিট সময় নেয়। এই ট্রেনটি মাত্র নয় কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে চলে। যাত্রা পথে মাত্র একটি স্টেশনে দাঁড়ায় ট্রেনটি। এই ট্রেনে ৩০০ জন যাত্রীর বসার ক্ষমতা আছে কিন্তু সাধারণত মাত্র ১০-১২জন যাত্রীকে এতে ভ্রমণ করতে দেখা যায়।