বাঙালি বিয়েতে কনেকে পিঁড়ি ধরে সাত পাক ঘোরালো দিদি বোনেরা, দেখুন ভিডিও

এমনটা হত দিদি বা বোনেরা পিঁড়ি ধরে ঘোরাবে! নিয়মভঙ্গ বটে, কিন্তু ক্ষতি কী?

এমনটা হত দিদি বা বোনেরা পিঁড়ি ধরে ঘোরাবে! নিয়মভঙ্গ বটে, কিন্তু ক্ষতি কী?

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বিয়ে মানে কন্যা দান করবেন বাবা, মামা বা জ্যাঠা, মানে ওই বাড়ির পুরুষসদস্যরা। পিঁড়ি ধরে বরের চারপাশে সাত পাক ঘোরাবে দাদা-ভাইরা। মজা হয় বটেই, কিন্তু মা বা দিদি বোনেরা অংশ নেয় না কেন? প্রশ্ন দৃঢ় হলেও তার বাস্তবায়ন হয় না। মাকে নাকি মেয়ের বিয়ে দেখতে নেই। আচ্ছা, যদি এমনটা হত দিদি বা বোনেরা পিঁড়ি ধরে ঘোরাবে! নিয়মভঙ্গ বটে, কিন্তু ক্ষতি কী? না নেই। তারই নজির মিলল সোশাল মিডিয়ায় সদ্য ভাইরাল হওয়া একটি ভিডিওতে।

Advertisment

আরও পড়ুন: থাবা বসাতে ধেয়ে আসছে বাঘ, প্রাণ বাঁচাতে দিশেহারা পর্যটক, দেখুন সেই ভয়ঙ্কর ভিডিও

দেখুন ভিডিও...

viral