Advertisment

Viral video: তুখোড় ইংরেজিতেই বাজিমাত, শহরের এই অটোচালকে কুর্নিশ জানালেন ব্রিটিশ ভ্লগার, দেখুন ভিডিও

ইংরেজিতে কথা বলতে না পারার কারণে অনেকেই প্রায়ই হীনমন্যতায় ভোগেন। আবার কিছু মানুষ তাদের সাবলীল ইংরেজি বলার মাধ্যমে সকলের প্রশংসা আদায় করে নেয়। এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যেখানে এক অটোচালককে ব্রিটিশ ভ্লগারের সঙ্গে তুখোড় ইংরেজিতে কথা বলতে শোনা যাচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
auto rickshaw driver fluent English video, auto rickshaw driver, auto rickshaw , auto rickshaw news, auto rickshaw driver news, auto driver , auto driver news, viral video, trending video, fluent English, talent"

অটোচালককে ব্রিটিশ ভ্লগারের সঙ্গে তুখোড় ইংরেজিতে কথা বলতে শোনা যাচ্ছে।

তুখোড় ইংরেজিতেই বাজিমাত অটোচালকের। চমকে গেলেন ব্রিটিশ ভ্লগারও। প্রশংসায় ভরাল নেটপাড়ার মানুষজন। এমনই এক ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisment

ইংরেজিতে কথা বলতে না পারার কারণে অনেকেই প্রায়ই হীনমন্যতায় ভোগেন। আবার কিছু মানুষ তাদের সাবলীল ইংরেজি বলার মাধ্যমে সকলের প্রশংসা আদায় করে নেয়। এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যেখানে এক অটোচালককে ব্রিটিশ ভ্লগারের সঙ্গে তুখোড় ইংরেজিতে কথা বলতে শোনা যাচ্ছে।

অটো চালকের সেই ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। অটোচালককে এমন সাবলীল ইংরেজি বলতে দেখে সকলেই চমকে ওঠেন। আর এই কারণে এই অটোচালকের অন্ধ ভক্ত হয়ে ওঠেন এক ব্রিটিশ ভ্লগার। তিনি সোশ্যাল মিডিয়ায় অটোচালকের দক্ষতার প্রশংসা করেন।

ভিডিওটি পোস্ট করেছেন মার্কিন ভ্লগার zakkyzuu নামের এক ব্রিটিশ তরুণ। ভিডিওতে দেখা যাচ্ছে ব্রিটেনের ভ্লগার রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অটো চালককে জিজ্ঞাসা করছেন কাছাকাছি কোথায় এটিএম আছে? যার জবাবে অটো চালক সাবলীল ইংরেজিতে বলেন যে এখানে দুটি এটিএম আছে, তার মধ্যে একটি কাজ করছে না। তারপর অটো চালক তাঁকে জিজ্ঞাসা করেন তিনি রাইড নিতে আগ্রহী কিনা! তারপর অটো চালক অবশেষে ওই ব্রিটিশ ভ্লগারকে অটোতে বসিয়ে অনর্গল ইংরেজিতে অনেক কথাবার্তা বলেন। ভিডিওটি কেরলের। অটো চালকের নাম আশরাফ।

সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ছে এই ভিডিও। এখন পর্যন্ত এই ভিডিওটি ১০ মিলিয়নেরও বেশি অর্থাৎ এক কোটিরও বেশি বার দেখা হয়েছে। যারা এই ভিডিওটি দেখছেন তারা অটো চালকের প্রশংসায় পঞ্চমুখ।

viral
Advertisment