এনআরসির ছায়া প্রি ওয়েডিং ফোটোশুটে! ভাইরাল ছবি

প্রি-ওয়েডিংয়ে নো এনআরসি ও নো সিএএ প্ল্যাকার্ড নিয়ে ফোটো তোলেন তাঁরা।

প্রি-ওয়েডিংয়ে নো এনআরসি ও নো সিএএ প্ল্যাকার্ড নিয়ে ফোটো তোলেন তাঁরা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় যখন উত্তাল দেশের বিভিন্ন প্রান্ত সেই সময়ে এই ইস্যু নিয়ে প্রি ওয়েডিং ফোটেশুট সেরে নিল এক যুগল। তাঁরাও বিরোধীতা করতে চায়। কিন্তু ভাষা তাদের অন্য। তিরুভন্তপুরমের এই যুগল সিদ্ধান্ত নেয় এনআরসি ও সিএএ বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রি-ওয়েডিংয়ে নো এনআরসি ও নো সিএএ প্ল্যাকার্ড নিয়ে ফোটো তোলেন তাঁরা।

Advertisment

জি এল আরুন এবং আশা শেখর আগামী বছরে ৩১ জানুয়ারি গাঁটছড়া বাঁধতে চলেছেন। ১৮ ডিসেম্বর অর্জুন ভিপি এবং নিধি সিপি একই সঙ্গে ছবি তোলেন তাদের। অন্য এক ছবিতে দেখা যায়, হাতে সংবিধানের বই রয়েছে। সম্প্রতি এই ছবি নজর কেড়ে নেট নাগরিকদের।

আরও পড়ুন: অবাক কাণ্ড! ‘থুতু’ দিয়ে ফোনের লক খুলছেন যুবতী

Advertisment

Read the full story in English 

viral