scorecardresearch

‘পাঠান’ জ্বরে কাবু, বন্ধুর পিঠে চেপেই পাড়ি বিহার থেকে বাংলা, চিনে নিন SRK-এর এই প্রতিবন্ধী ভক্তকে

ভিডিওটি অনলাইনে শেয়ার হওয়ার পর লাখ লাখ মানুষ ভিডিওটি দেখেছেন।

bolly news, tolly news, hindi cinema, bollywood, srk pathaan, pathaan records, pathaan box office, pathaan movie review, shah rukh khan, pathan movie review, pathaan review, pathan review, deepika padukone, John Abraham, pathaan news, pathaan star rating, Salman Khan, Shah Rukh Salman, শাহরুখ খান, পাঠান, পাঠান বক্সঅফিস, পাঠান রেকর্ড, পাঠান রিভিউ, দীপিকা পাড়ুকোন, শাহরুখ দীপিকা, জন আব্রাহাম, সলমন খান, শাহরুখ সলমন, পাঠান রেকর্ড, বলিউডের খবর"

রাজনীতি-বিতর্ককে তুড়ি মেরে রে-রে করে বক্সঅফিসে দৌঁড়চ্ছে ‘পাঠান’। মাত্র তিন দিনেই ৩০০ কোটি পার! ‘ট্রিপিল সেঞ্চুরি’হাঁকিয়ে সব রেকর্ড ভাঙচুর করল শাহরুখের ‘পাঠান’। বক্সঅফিসে দৌঁড়চ্ছে ‘পাঠান’। পাঠান জ্বরে কাবু সিনেপ্রেমিরা। এর মাঝেই ভাইরাল হয়েছে তোলপাড় ফেলে দেওয়া এক ভিডিও। SRK-এর যে বিশাল ফ্যান ফলোয়িং সেকথা আর বলার অপেক্ষা রাখে না। এর মাঝেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে এক প্রতিবন্ধী যুবক, ‘পাঠান’ দেখতে বন্ধুর কাঁধে চেপেই হলে ঢুকছেন। আর এই ভিডিও ভাইরাল হতেই আরও চাঙ্গা SRK-এর ফ্যানরা।

 পয়লা দিনেই ছক্কা হাঁকিয়ে ১০০ কোটির ব্যবসা। এবার দ্বিতীয় দিনে বক্সঅফিসে ‘পাঠান’-এর আয় একেবারে ঝড় তুলে দিল। ওপেনিংয়েই ডাবল সেঞ্চুরি শাহরুখ খানের। বক্সঅফিস রেকর্ড বলছে, ২ দিনেই ২০০ কোটি পার। তিন দিনে ফের একশো কোটি, একেবারে টি-২০ স্টাইলে ঝোড়ো ব্যাটিং ‘পাঠানের’।

ভাইরাল হওয়া ভিডিওটি টুইটারে হালিম হক নামে একজন ইউজার শেয়ার করেছেন। ৩৫ সেকেন্ডের ক্লিপে, দেখা যাচ্ছে একজন ব্যক্তিকে তার বিশেষভাবে-সক্ষম ‘বন্ধুকে’ পিঠে নিয়ে ‘পাঠান’ দেখতে দেখতে বিহার থেকে বাংলায় এসেছেন। ভাগলপুর থেকে থেকে মালদায় পবন টকিজ সিনেমা হলে ‘পাঠান’ দেখতে প্রতিবন্ধী ফ্যানের ভিডিও তোলপাড় ফেলেছে।

বলা ভাল, রাজনীতি-বিতর্ককে তুড়ি মেরে রে-রে করে বক্সঅফিসে দৌঁড়চ্ছে ‘পাঠান’। বাদশা-ম্যাজিক দেখে বয়কট গ্যাং-ও নিদ্রা গিয়েছে! মুক্তির পয়লা দিনেই রেকর্ড হারে ব্যবসা করে ফেলেছে শাহরুখ খানের ছবি। বছর চারেক বাদে পর্দায় প্রত্যাবর্তন করলেও তাঁকে ঘিরে ভক্তদের উন্মাদনা যে একেবারেই উনিশ-বিশ হয়নি, তা আবারও বোঝা গেল বক্সঅফিসের রেকর্ড কামাই দেখে। ইতিমধ্যেই গোটা বিশ্বে মোট ৩০০ কোটির গণ্ডি পেরিয়েছে ‘পাঠান’।

অতিমারী উত্তরপর্বে বলিউডের ক্যাশবাক্স চাঙ্গা করতে আবারও হাল ধরলেন সেই শাহরুখ। দক্ষিণী সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় একপ্রকার মুখ থুবড়ে পড়েছিল হিন্দি সিনে ইন্ডাস্ট্রি। একাধিক বিগ বাজেট সিনেমা রিলিজ করলেও ভাল ব্যবসা করতে পারেনি। তবে, বছর দুয়ের বাদে, শাহরুখ খানের প্রত্যাবর্তন পাঠান যে টাকা এনে দিল, তাতে এযাবৎকাল সমস্ত সিনেমার রেকর্ড ভেঙে ছারখার।

বিশ্বের ১০০ টি দেশের প্রায় ৮ হাজার প্রেক্ষাগৃহে বর্তমানে ‘পাঠান’ চলছে। ভারতেরই প্রায় ৫ হাজার হলে এসেছে এই ছবি। উপরন্তু কোভিডের জেরে বন্ধ হয়ে যাওয়া ২২টি হলও খুলেছে ‘পাঠান’-এর জন্যই। গতবছর যদিও গোটা বিশ্বে ১০ হাজার স্ক্রিনে রিলিজ করেছিল RRR। আর পয়লা দিনে যেখানে শাহরুখের সিনেমার আয় ৫৭ কোটি, সেখানে গতবছর RRR এবং KGF 2 প্রথম দিনে কামাই করেছিল যথাক্রমে ১৩৩ কোটি এবং ১১৬ কোটি। অতঃপর ‘পাঠান’ এখনও টেক্কা দিচ্ছে এই দুই সুপারহিট দক্ষিণী সিনেমাকে।

ভিডিওটি অনলাইনে শেয়ার হওয়ার পর লাখ লাখ মানুষ ভিডিওটি দেখেছেন। যুবকের এমন কাণ্ডে সকলেই হবাক। অনেকেই তাকে প্রকৃত SRK- ফ্যান বলেও উল্লেখ করেছেন।  টুইটার ব্যবহারকারীরা ভিডিওটি দেখে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন । একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “স্যালুট ভাই আপনাকে ।”

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: This man carried his specially abled friend on his back to watch srks pathaan in theatre video is viral