চড়া রোদ আর তার সঙ্গে গরমে গলদঘর্ম অবস্থা আম আদমির। সেই সঙ্গে গরম পড়ার সঙ্গে সঙ্গে ঠাণ্ডা পানীয়ের দোকানে উপচে ভরা ভিড়। রাস্তার ধারে তৃষ্ণা মেটাতে মানুষজন ব্যস্ত। এমন সময়েই এক অটোচালক তার উদারতায় জিতে নিয়ে লাখো মানুষের মন। অটো’য় চড়লে প্রয়োজনে মিলবে সিল করা জলের বোতল, বিস্কুট। সেই সঙ্গে একটু জিরিয়ে নিয়ে আপনি চোখ বুলিয়ে নিতে পারেন সংবাদপত্রেও। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এমনই এলাহি আয়োজন করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক অটোচালকের কীর্তি।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে একটি অটোতে সিটের সঙ্গে স্ট্যাণ্ডে থরে থরে সাজানো জলের বোতল। রয়েছে বিস্কুটও। ঠিক পাশেই রয়েছে সংবাদপত্র। এর পাশাপাশি রাস্তার দুঃস্থদেরও তিনি দান করেন। অটোর মধ্যেই সবকিছু আপনি পেতে পারেন একসঙ্গে। যাত্রীদের সুবিধায় বিনামূল্যে এই ব্যবস্থা রেখেছেন এক অটোচালক। সম্প্রতি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে সেই অটোর ছবি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই অটোচালকের মানবিক আচরণ৷
ছবি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে মুম্বইয়ের এক অটোচালক যাত্রীদের বিনামূল্যে জল-বিস্কুট খাওয়াচ্ছেন। দেখে ভাল লাগছে। এই পোস্টের পর মানুষজনের প্রতিক্রিয়া সামনে আসছে। একজন ব্যবহারকারী মানবিকতার অনন্য উদাহরণ। অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, ‘পৃথিবীতে আজও এমন মানুষ আছেন যারা অপরের কথা ভাবেন’। ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ার এই পোস্ট।