Advertisment

Trending Video: ট্রাক নাকি সুইমিং পুল, কনফিউড নেটপাড়া, সুনামি গতিতে ভাইরাল ভিডিও

খবর লেখা পর্যন্ত ভিডিওটিতে লাইক পড়েছে আট লাখের বেশি।

author-image
IE Bangla Web Desk
New Update
Viral Video, Truck Pool, Man made swimming pool in open truck, jugaad ka video, jugaad, trending news,

খবর লেখা পর্যন্ত ভিডিওটিতে লাইক পড়েছে আট লাখের বেশি।

Trending Video: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রতিদিন একাধিক ভিডিও ভাইরাল হয়। কখনও মানুষের নাচের ভিডিও ভাইরাল হয় আবার কখনও মেট্রোতে রিলের নানা ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। এর বাইরেও অনেক ধরনের ভিডিও ভাইরাল হয়। গ্রীষ্মের মরসুমে যখনই মানুষ গরমে জর্জরিত হয় তখনই মাথায় আসে মাথায় সুইমিং পুলে যাওয়ার চিন্তা। মানুষ মজা করতে এবং গরম থেকে স্বস্তি পেতে সুইমিং পুলে যায়। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ট্রাককে সুইমিং পুলে বদলে ফেলা হয়েছে।

Advertisment

আরও পড়ুন - < Viral Video: ট্রেন মেট্রো অতীত! রিল বানানোর নেশায় এবার মাঝ আকাশে নাচ! মহিলার কাণ্ডে বাকরুদ্ধ সকলে >

ভাইরাল ভিডিওতে একটি ট্রাক দেখা যাচ্ছে যেটিকে একজন ব্যক্তি সুইমিং পুলে পরিণত করেছেন। প্রকৃতপক্ষে, ব্যক্তিটি ট্রাকের লোডিং এলাকা পলিথিন দিয়ে ঢেকে রেখেছেন এবং তারপরে সেখানে জল ভরাট করেছেন। এই ভিডিওটি ইনস্টাগ্রামে ডাকিভাই নামে একটি অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। খবর লেখা পর্যন্ত ভিডিওটিতে লাইক পড়েছে আট লাখের বেশি। ভিডিওটি দেখার পর মানুষও তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

Viral Video Trending News
Advertisment