New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/cats-304.jpg)
কাঁধে ব্যাগ, মাথা ভর্তি সিঁদুর, মুচকি হেসে মেট্রোয় সওয়ার যুবক, অবাক চোখে তাকিয়ে যাত্রীরা-ভিডিও
খবর লেখা পর্যন্ত ভিডিওটি ১ লাখ ৯৬ হাজারের বেশি লাইক পেয়েছে।
কাঁধে ব্যাগ, মাথা ভর্তি সিঁদুর, মুচকি হেসে মেট্রোয় সওয়ার যুবক, অবাক চোখে তাকিয়ে যাত্রীরা-ভিডিও
শাঁখা সিঁদুর পরে বিয়ে, ঠিক তারপর সিঁদুর মাথায় মেট্রোয় সওয়ার এক যুবক। সোশ্যাল মিডিয়ায় এমনই এক ভয়ঙ্কর ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।
আপনি নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দিল্লি মেট্রোর অনেক ভিডিও দেখেছেন। কিছু ভিডিওকে মানুষ যেমন অশ্লীল বলে বর্ণনা করেছেন ঠিক তেমনই কিছু ভিডিও দেখার হেসে খুন নেটপাড়া। এবারও তেমনই একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যা দেখার পর আপনি হাসি থামাতে পারবেন না। মাথা ভর্তি সিঁদুর পরা এক ব্যক্তিকে মেট্রোতে ভ্রমণ করতে দেখা গেছে, যার ভিডিও ভাইরাল হয়েছে।
দিল্লি মেট্রোতে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। কিন্তু সকলের মাঝে নিজেকে আলাদা করে তুলে ধরতে এমন এক পন্থা নিয়েছেন এই যুবক, যা আপনি কল্পনাও করতে পারবেন না। ভাইরাল হওয়া ভিডিওতে কালো শার্ট পরা এক যুবককে কপালে সিঁদুর পরে মেট্রোয় ভ্রমণ করতে দেখা যাচ্ছে।
এই ভাইরাল ভিডিওটি @abhishek_all_in_one_ নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। ভিডিওটির ক্যাপশন লেখা হয়েছে- দিল্লি মেট্রোতে স্বাগত। এই খবর লেখা পর্যন্ত ১ লাখ ৯৬ হাজারের বেশি লাইক পেয়েছে ভিডিওটি। এই অদ্ভুত অভিনয়ে মানুষ বেশ উপভোগ করেছে। একজন ব্যবহারকারী লিখেছেন- ‘একজন বিবাহিত পুরুষ। আরেক ব্যবহারকারী লিখেছেন- ‘আরও কী কী দেখার বাকি রয়েছে সেটাই প্রশ্ন’।