/indian-express-bangla/media/media_files/2024/11/09/PzX5UJdvSlZVqs39ZwM6.jpg)
শুকনো পাতায় ফুটে উঠল 'প্রাণবন্ত' শিল্পকর্ম!
Viral Video: শুকনো পাতায় ফুটে উঠল 'প্রাণবন্ত' শিল্পকর্ম! মুগ্ধ নেটপাড়া, দেখুন চোখ ধাঁধানো ভিডিও!
সোশ্যাল মিডিয়া মানেই চমকের ছড়াছড়ি! নিজেদের দক্ষতাকে ফুটিয়ে তোলার একটা মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। তেমন এক শিল্পী শুকনো পাতায় ফুটিয়ে তুলেছেন অপরূপ এক শিল্পকর্ম। যার নিদর্শন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
শুকনো পাতায় ছুঁচ-সুতোয় ফুটে উঠল রঙিন পাখি। এমনই এক নজরকাড়া শিল্পকর্ম হাজারো মানুষের মন কেড়ে নিয়েছে। ইতিমধ্যে ভাইরাল হয়েছে এই শিল্পকর্ম। শিল্পের প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া।
সরলতায় মন জয়! বাবা-মেয়ের মিষ্টি ভিডিও ঝড়ের বেগে ভাইরাল
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক শিল্পী শুকনো পাতায় একটি পাখির স্কেচ তৈরি করেছেন। এর পর সে কালো-লাল সুতোয় ফুটিয়ে তোলেন এক অপরূপ শিল্পকর্ম। ভিডিওটি @TheFigen_ নামের একটি অ্যাকাউন্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে।
That's incredible art! pic.twitter.com/r6VgL9Xo2J
— Figen (@TheFigen_) November 8, 2024
ভিডিওটি পোস্ট করার সময় ক্যাপশনে লেখা হয়েছে, ' অবিশ্বাস্য শিল্পকর্ম।' খবর লেখা পর্যন্ত ভিডিওটি দেখেছেন ১ লাখের বেশি মানুষ। ভিডিওটি দেখার পর একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন এবং লিখেছেন- আশ্চর্যজনক শিল্পকর্ম। অন্য একজন ব্যবহারকারী লিখেছেন- সত্যিই অবিশ্বাস্য।