সম্প্রতি এই মুচির ভিডিও ইন্টারনেটে ভাইরাল হচ্ছে। যাতে তাকে ওই রুশ তরুণীর সঙ্গে অনর্গল ইংরেজি বলতে দেখা যাচ্ছে। মুচির মুখে এমন ইংরেজি শুনে বাকরুদ্ধ হয়ে পড়েন ওই তিনি। মারিয়া তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের এবং মুচির ভিডিও শেয়ার করেছেন। যা পরে ভাইরাল হয়েছে।
Mumbai Cobbler Viral Video: মুচির মুখে অনর্গল ইংরেজি! শুনেই বাকরুদ্ধ এক রুশ তরুণী। সম্প্রতি এক মুচির ভিডিও ইন্টারনেটে ভাইরাল হচ্ছে। ভিডিওতে তাকে এক রুশ তরুণীর সঙ্গে অনর্গল ইংরেজি বলতে দেখা যাচ্ছে। মুচির মুখে এমন ইংরেজি শুনে বাকরুদ্ধ হয়ে পড়েন ওই রুশ তরুণী। মারিয়া নামের ওই তরুণী তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের এবং মুচির ভিডিও শেয়ার করেছেন। যা পরে ভাইরাল হয়েছে।
Advertisment
চপ্পল ছিঁড়ে গেলে মারিয়া স্থানীয় এক মুচির কাছে যান সেটি সেলাই করতে। মুচি তার সঙ্গে অনর্গল ইংরেজিতে কথা বলতে থাকেন যা শুনে ওই রুশ তরুণি তো রীতিমত অবাক। মুচির মুখে এমন ইংরেজি শুনে বাকরুদ্ধ হয়ে পড়েন ওই তিনি। মারিয়া তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের এবং মুচির ভিডিও শেয়ার করেছেন। যা পরে ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, হাঁটতে হাঁটতে এক রুশ ওই তরুণির স্লিপার ছিঁড়ে গেলে তিনি সেই চপ্পল নিয়ে একজন মুচির কাছে পৌঁছান। মুচি মহিলাকে ইংরেজিতে জিজ্ঞাসা করে যে সে তার চপ্পল সেলাই করতে চায় নাকি তিনি সেটি পেস্টিং করবেন। এর পরে মহিলা মুচিকে চপ্পল সেলাই করতে বলেন।
মহিলা মুচির নাম জিজ্ঞেস করে। মুচি তাকে বলে তার নাম বিকাশ। তারপর মুচি ইংরেজিতে মহিলাকে জিজ্ঞেস করেন তিনি কোথা থেকে এসেছেন। মহিলা উত্তরে জানান তিনি রাশিয়া থেকে এসেছেন। তখন মহিলা মুচিকে জিজ্ঞেস করেন কতদিন ধরে তিনি এই কাজ করছেন? উত্তর মুচি জানান ২৬ বছর ধরে।
ততক্ষণে চপ্পলও সেলাই হয়ে গিয়েছে। মুচি মহিলার কাছে পারিশ্রমিক হিসাবে ১০ টাকা চান। যা শুনে কিছুটা অবাক হন ওই রুশ মহিলা। তিনি মুচিকে বলেন যে রাশিয়ায় এমন পরিষেবা পাওয়া যায় না। পরে মহিলা মুচিকে ২০ টাকা দেন। খবর লেখার সময় পর্যন্ত ভিডিওটি ৯ কোটি মানুষ দেখেছেন এবং ৫০ লাখ মানুষ ভিডিওটি পছন্দ করেছেন।