Advertisment

সমুদ্রের মাঝেই বিরল স্থাপত্য, ৬০০ বছর ধরে রয়েছে এই মন্দির

১৯৮০ সালে এই মন্দিরটি যে শিলাটির উপর অবস্থিত তা দুর্বল হতে শুরু করে, তারপরে মন্দির এবং এর আশেপাশের এলাকাটিকে বিপজ্জনক ঘোষণা করা হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Tanah lot temple, indonesia temple, venomous sea snakes, dang hyang nirartha, giant snake guard temple, tanah lot bali,

ভারত ছাড়াও বিশ্বের বহু দেশে শতাব্দী প্রাচীন মন্দির এখনও রয়েছে। এর মধ্যে কিছু মন্দির খুবই রহস্যে ঘেরা। আজ আমরা আপনাকে এমন একটি মন্দিরের কথা বলতে যাচ্ছি যেটি সমুদ্রের মাঝখানে ১০০-২০০ বছর ধরে নয়, পুরো ৬০০ বছর ধরে একই ভাবে রয়েছে।

Advertisment

শুধু তাই নয়, এই মন্দির আজও নিরাপদ ভাবেই মাথা উঁচু করেই দাঁড়িয়ে রয়েছে। সবচেয়ে বড় কথা এই মন্দিরের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে একাধিক সাপ। এই মন্দিরটি অবশ্য আমাদের দেশে নয়, ইন্দোনেশিয়ায় রয়েছে এই রহস্যময় মন্দির, যেটি সমুদ্রের মাঝখানে ৬০০ বছর ধরে অবস্থান করছে। একটি উঁচু পাথরের উপর মন্দিরটি নির্মিত।

ধারণা করা হয় হাজার হাজার বছর আগে সমুদ্র ভাঙ্গনের ফলে এই শিলা তৈরি হয়। এই অনন্য মন্দির তৈরির গল্পটিও বেশ রহস্যে মোড়া। এই মন্দিরটি 'তানাহ লট মন্দির' নামে পরিচিত এবং এই মন্দিরটি ইন্দোনেশিয়ার বালি দ্বীপে অবস্থিত। স্থানীয় ভাষায় 'তানাহ লট' মানে সমুদ্রের মধ্যে স্থলভূমি।

এই মন্দিরটি বালিতে সমুদ্র উপকূলে নির্মিত সাতটি মন্দিরের একটি, যা একটি ‘সিরিজ’ হিসাবে নির্মিত হয়েছিল। এই মন্দিরগুলির বিশেষত্ব হল প্রতিটি মন্দির থেকে পরের মন্দিরটি স্পষ্ট দেখা যায়। ১৯৮০ সালে এই মন্দিরটি যে শিলাটির উপর অবস্থিত তা দুর্বল হতে শুরু করে, তারপরে মন্দির এবং এর আশেপাশের এলাকাটিকে বিপজ্জনক ঘোষণা করা হয়।

কিন্তু পরবর্তীতে জাপান সরকার ইন্দোনেশিয়াকে মন্দির রক্ষা করতে সাহায্য’র হাত বাড়িয়ে দেয়। এরপর প্রায় এক-তৃতীয়াংশ শিলাকে কৃত্রিম শিলা দিয়ে ঢেকে নতুন রূপ দেওয়া হয়। এটা বিশ্বাস করা হয় যে দুষ্ট লোকদের থেকে এই মন্দিরের সুরক্ষা এর পাথরের নীচে রয়েছে বিষাক্ত সাপ।

Temple viral
Advertisment