পাঁপড় খেতে ভালবাসেন? শুধু আপনি একা নন! মুচমুচে পাঁপড়-চাটনি শেষমাতে না হলে অনেকেরই খেয়ে যেন তৃপ্তি হয় না। তাঁরা একবারের জন্য এই ভিডিওটি দেখুন। ভিডিও দেখার পর থেকে পাঁপড় খাওয়ার আগে দু'বার ভাববেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ভিডিও ভাইরাল হচ্ছে যাতে একজন মহিলাকে পাপড় বানাতে দেখা যায়। ভিডিওটি দেখার পর নিমেষেই হারিয়ে যাবে আপনার পাঁপড় প্রেম!
Advertisment
প্রতিদিনই কিছু না কিছু ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। মানুষের বিনোদনের কথা মাথায় রেখে বেশিরভাগ ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয় এবং তা ভাইরালও হয়। এছাড়াও এমন কিছু ভিডিও ভাইরাল হয় যাতে লোকজনকে কিছু অদ্ভুত কার্যকলাপ করতে দেখা যায়। আপনারা সবাই নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে এরকম অনেক ভিডিও দেখেছেন। কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে যা আপনার মনে প্রশ্ন জাগিয়ে তুলতে বাধ্য।
পাঁপড় এমন একটি খাবার যা যে কোনো খাবারের স্বাদ বাড়ায়। মসুর ডাল ও ভাতের সঙ্গে অনেকেই পাঁপড় খেতে ভালবাসেন। আবার অনেকে শেষ পাতে চাটনির সঙ্গে পাঁপড় খেয়ে থাকেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক মহিলা পাঁপর বানানোর জন্য তার নোংরা পা ব্যবহার করছেন।
এই ভিডিওটি ইনস্টাগ্রামে কুয়ালুহলিডং নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার করা হয়েছে, যা খবরটি লেখার সময় পর্যন্ত 71 মিলিয়নেরও বেশি মানুষ দেখেছে। এই ভিডিওটি দেখার পর একজন ব্যবহারকারী লিখেছেন - আজ থেকে পাপড় খাওয়া বন্ধ। তৃতীয় ব্যবহারকারী লিখেছেন- আজকের পর আর পাপড় খাব না।