Advertisment

পুরু গোঁফে তা দিতে দিতে ফটো তোলার অনুমতি, বৃদ্ধ কৃষকের সরলতায় মজে নেটপাড়া

ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। এই ভিডিওটি লক্ষ লক্ষ ভিউ পেয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Sikh farmer fixes his moustache, photographer, Punjab, Punjabi farmer, photo of Punjabi Sikh farmer wins hearts, Instagram, viral, trending, Indian Express" />

সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও ভাইরাল হয়। ভিডিও গুলি দেখে অনেক সময় আমরা খুশি হই, অনেক সময় আমাদের হাসিও পায়। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যা দেখার পর আপনি ঠোঁটের কোণে হাসি ফুটে উঠবে। ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায় এক বয়স্ক কৃষক মাঠে কাজ করছেন। তখনই একজন ফটোগ্রাফার সেখানে আসেন এবং তাঁর কাছ থেকে ছবি তোলার অনুমতি চান। ভিডিওতে দেখা যায় কৃষক কীভাবে ‘গোঁফ নেড়ে’ সম্মতি দিচ্ছেন। এবং ছবির জন্য পোজ দিলেন।

Advertisment

ভিডিওতে দেখা যায় একজন কৃষক মাঠে কাজ করছেন। তখনই একজন ফটোগ্রাফার এসে তাঁর কাছ থেকে ছবি তোলার অনুমতি চায়। বয়স্ক কৃষকও সম্মতি দেন। সে তার গোঁফে তা দিতে দিতে সম্মতি দেন এবং হাসিমুখে ছবি তোলা শুরু করেন । এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ভাইরাল হয়। মানুষজন এই ভিডিও শেয়ার করছেন।  

এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। এই ভিডিওটি লক্ষ লক্ষ ভিউ পেয়েছে। একইসঙ্গে অনেকেই এই ভিডিওটিকে লাইকও করেছেন।

Viral Video Trending News
Advertisment