New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/cats_64c0fa.jpg)
নিজের মাথা গোঁজার ঠাইটুকু ঠিকমত নেই। তার মধ্যেই দুটি পথকুকুরকে সন্তান স্নেহে লালন-পালন করছেন এক বয়স্ক মুচি।
তার এই মহানুভবতাকে স্যালুট জানিয়েছে তামাম নেটদুনিয়া।
নিজের মাথা গোঁজার ঠাইটুকু ঠিকমত নেই। তার মধ্যেই দুটি পথকুকুরকে সন্তান স্নেহে লালন-পালন করছেন এক বয়স্ক মুচি।
নিজের মাথা গোঁজার ঠাইটুকু ঠিকমত নেই। তার মধ্যেই দুটি পথকুকুরকে সন্তান স্নেহে লালন-পালন করছেন এক বয়স্ক মুচি। তার এই মহানুভবতাকে স্যালুট জানিয়েছে তামাম নেটদুনিয়া। এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
মুম্বইয়ের এক বয়স্ক মুচি এক হৃদয়গ্রাহ্য ভিডিওর মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের হৃদয় জিতে নিয়েছেন। ভিডিওটি, ইনস্টাগ্রাম ইউজার জেনিফার জনসন শেয়ার করেছেন। ভিডিওটি শেয়ার হতেই তা ভাইরাল হয়ে যায়।
ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে বৃদ্ধ ওই মুচি তার দোকানের বাইরে জুতো পালিশ করছেন। সে সময় তার কাছে শুয়ে রয়েছে দুটি পথকুকুর। তাদের প্রতি বৃদ্ধের আচরণ আপনার চোখে জল আনতে বাধ্য করবে।
পথকুকুরদের নিজের সন্তানস্নেহে লালন-পালন করছেন ওই বৃদ্ধ মুচি। শান্তিতে ঘুমানোর তৈরি করেছে আলাদা জায়গা। নিজে সামান্যর উপার্জন থেকে প্রতিদিন তাদের দুবেলা করে পেটপুরে খাওয়াতে কোন ত্রুটি রাখেন না।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা ১১ লক্ষের বেশি মানুষ দেখেছেন। অনেক ব্যবহারকারী ওই বৃদ্ধের মহানুভবতাকে কুর্নিশ জানিয়েছেন। কমেন্ট সেকশনে সকলেই বৃদ্ধের এমন উদারতাকে ধন্য ধন্য করেছেন।