New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/02/cats-229.jpg)
যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে এক পুচকা বিক্রেতাকে দেখা যাচ্ছে পুচকার মধ্যে তেঁতুল জলের পরিবর্তে থাম্বস আপ ঢেলে পরিবেশন করতে।
‘থাম্বস আপ পুচকা'! না খেলে হাত কামড়াবেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন এক ভিডিও যা দেখে রীতিমত তাজ্জব হয়ে গেছেন নেটিজেনরা। পুচকা হল জনপ্রিয় স্ট্রিট ফুডের মধ্যে অন্যতম, তবে বর্তমানে পুচকার নানান রমকের রেসিপি ভাইরাল হচ্ছে নেটদুনিয়ায়। চকোলেট পুচকা থেকে শুরু করে চিকেন পুচকা…জিভে জল আনা এই সকল রেসিপি চেকে দেখতে খামতি রাখছেন না নেটিজেনরা। তবে এবার যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে এক পুচকা বিক্রেতাকে দেখা যাচ্ছে পুচকার মধ্যে তেঁতুল জলের পরিবর্তে থাম্বস আপ ঢেলে পরিবেশন করতে। আর মুহূর্তেই সেই ভিডিও তোলপাড় ফেলেছে।
Pani Puri lovers, here’s presenting Thump’s up Pani Puri…
Shower your love with Thumbs down🤣🤣🤣 pic.twitter.com/Gjuo9c4PoE— Mohammed Futurewala (@MFuturewala) February 9, 2023
টুইটারে @MFuturewala-এ শেয়ার করা একটি ভিডিওতে এক পুচকা বিক্রেতাকে কোল্ড ড্রিঙ্কে নুন, মরিচ ও মশলা মিশিয়ে তা পুচকাতে ঢেলে এক মহিলাকে পরিবেশন করছেন। মহিলা সেই পুচকা খেয়ে বললেন, বাহ! পুচকা বিক্রেতা জলজিরা, ধনেপাতা, পাতা, তেঁতুল বা টক জলের বদলে ‘থাম্বস আপ’মিশিয়ে পুচকা বিক্রি করছেন। ভিডিওটি দেখে মানুষজন একেবারে হতবাক।
ভিডিওটি ভাইরাল হতেই তাতে লক্ষ লক্ষ ভিউ হয়েছে। সকলেই ‘থাম্বস আপ পুচকা'! দেখে খানিক তাজ্জব হয়েছেন। অনেকেই এই রেসিপিটি একেবারেই পছন্দ করেন নি। আবার অনেকে এই ভিন্ন স্বাদের পুচকা একবার চেকে দেখতে চেয়েছেন।