New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/cats-89.jpg)
ভিডিওটি দেখে শিরদাঁড়া দিয়ে রক্তের ঠান্ডা স্রোত বইতে শুরু করবে।
আয়েস করে জঙ্গলে বসেই ঘটল চরম বিপত্তি, হঠাৎ করে বাঘ এসে আক্রমণ করল, ভিডিওটি দেখে শিরদাঁড়া দিয়ে রক্তের ঠান্ডা স্রোত বইতে শুরু করবে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কোন টেনশন ছাড়াই জঙ্গলে আরামে বসে আছেন এক ব্যক্তি। এমন সময় পিছন থেকে একটি বাঘ এসে লোকটির ওপর ঝাঁপিয়ে পড়ে। কী হল তারপর?
পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন, যারা বিপজ্জনক প্রাণীকে মোটেও ভয় পায় না। সোশ্যাল মিডিয়ায় ভয়ঙ্কর প্রাণীদের অনেক ভিডিও রোজই ভাইরাল হয়। বেশিরভাগ মানুষই মনে করেন বাঘের মত ভয়ঙ্কর প্রাণীর সঙ্গে বন্ধুত্ব করা সম্ভব নয়। যাইহোক, আজকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি দেখার পরে আপনিও ভয়ঙ্কর প্রাণীদের সঙ্গে বন্ধুত্বের মানে বুঝতে শুরু করবেন।
just is fooling arround pic.twitter.com/ee9Dw52EcK
— Animal Smackdown (@animalsmack) July 6, 2023
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, জঙ্গলে আরামে বসে আছেন এক ব্যক্তি। তিনি আরামে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন। তবে, তখনই একটি হিংস্র বাঘ পিছন থেকে এসে ব্যক্তিটিকে আক্রমণ করে। লোকটির উপর ঝাঁপিয়ে পড়ার পর, সে তাকে আদর করে জড়িয়ে ধরতে থাকে। ব্যক্তিটিও বাঘের ভালবাসার কাছে হার মানতে বাধ্য হন। সেখানে অন্য একজন উপস্থিত ছিলেন, যিনি এই প্রেমময় মুহূর্তগুলির ভিডিও ক্যামেরাবন্দী করেন।