Tiger video: হাঁসফাঁস গরমে শান্তির খোঁজে, জলকেলিতে মত্ত বাঘ, ভিডিও মন জয় করবেই

বন্য প্রাণীদের নিয়ে নানান মজার ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়। তাদের মধ্যে যেমন কিছু ভিডিও দেখে গা শিউরে ওঠে তেমনই আবার মজার কিছু ভিডিও মন জয় করে নেয় মানুষের।

বন্য প্রাণীদের নিয়ে নানান মজার ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়। তাদের মধ্যে যেমন কিছু ভিডিও দেখে গা শিউরে ওঠে তেমনই আবার মজার কিছু ভিডিও মন জয় করে নেয় মানুষের।

author-image
IE Bangla Web Desk
New Update
viral news,trending news,trending video,tiger viral video

হাঁসফাঁস গরমে শান্তির খোঁজে, জলকেলিতে মত্ত বাঘ, ভিডিও মন জয় করবেই

বন্য প্রাণীদের নিয়ে নানান মজার ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়। তাদের মধ্যে যেমন কিছু ভিডিও দেখে গা শিউরে ওঠে তেমনই আবার মজার কিছু ভিডিও মন জয় করে নেয় মানুষের।

Advertisment

সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওটি অবশ্যই আপনার হৃদয় জয় করবে। ভিডিওটিতে একটি বাঘকে পুকুরে একটি বল নিয়ে আনন্দে 'সাঁতার' কাটতে দেখা যায়। বাঘের মুখের শান্ত অভিব্যক্তি দেখে আপনি কল্পনা করতে পারেন যে বাঘ জলে নেমে কতটা খুশিতে রয়েছে। এই ভিডিওটি দেখলে অবশ্যই আপনার মুন একেবারে ভাল হয়ে যাবে।

ভিডিওটি থাইল্যান্ডের অভয়ারণ্যের । সুন্দর এই ভিডিওটি wildlife_friends_foundation নামের ইন্সটা হ্যান্ডেলের মাধ্যমে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। মাত্র ৭ দিন আগে শেয়ার করা এই ভিডিওটিকে ৬৯ লাখেরও বেশি মানুষ লাইক করেছেন। যারা ভিডিওটি দেখেছেন তারা বিভিন্ন ধরণের প্রতিক্রিয়া দিচ্ছেন।

viral