খাঁচা থেকে বেরিয়েই জড়িয়ে ধরল বন্ধুকে, বাঘ-শিশুর নিখাদ বন্ধুত্ব অবাক করবেই

মিষ্টি বন্ধুত্ব মন জয় করেছে সকলের।

মিষ্টি বন্ধুত্ব মন জয় করেছে সকলের।

author-image
IE Bangla Web Desk
New Update
tiger and baby friendship video, tiger video, tiger attack video, viral tiger video, tiger wild video,,

খাঁচা থেকে বের হতেই বাঘ শিশুটিকে জড়িয়ে ধরল, ভিডিও দেখে অবাক নেটপাড়া। একটি বাঘ ও একটি শিশুর ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে। এই ভিডিওটি দেখার পর আপনিও অবাক হবেন। বাঘ ও শিশুর বন্ধুত্বের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

Advertisment

বন্য প্রাণীর অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এর মধ্যে কিছু ভিডিও সত্যিই বিস্ময়কর। ভাইরাল ভিডিওটি দেখার পর আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না কিভাবে একটি শিশু বাঘের সঙ্গে খেলছে।

Advertisment

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে শিশু ও বাঘকে একসঙ্গে দেখা যাচ্ছে। বাঘটি খাঁচা থেকে বেরিয়ে আসা মাত্রই শিশুটিকে জড়িয়ে ধরে। ভিডিওটি দেখে মনে হচ্ছে দুজনের মধ্যে গভীর বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। ভিডিওতে স্পষ্ট দেখা যায়, শিশুটিও মনে কোনো ভয় ছাড়াই বাঘটিকে জড়িয়ে ধরে। যদিও এই মুহূর্তটি বিপজ্জনক, তাতে কোন সন্দেহ নেই, কিন্তু তাও বাঘ ও শিশুর এই মিষ্টি বন্ধুত্ব মন জয় করেছে সকলের। এই ভিডিওটি শেয়ার করেছেন একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী। খবর লেখা পর্যন্ত ভিডিওটি কয়েক লাখ মানুষ দেখেছেন। ভিডিওটিতে নানান মন্তব্য সামনে আসছে।

viral