Advertisment

থাবা বসাতে ধেয়ে আসছে বাঘ, প্রাণ বাঁচাতে দিশেহারা পর্যটক, দেখুন সেই ভয়ঙ্কর ভিডিও

গাড়ি চলতে শুরু করলে গাড়িকে লক্ষ্য করে পাশে পাশে ছুটতে থাকে বাঘটি। যা দেখে ভয়ে হাড়হিম হয়ে যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

জয়পুরে বাঘ সাফারি করতে গিয়ে এক দল পর্যটক পড়লেন বাঘের মুখে। পরিমরি করে কোনও ভাবে স্টিয়ারিং ঘুরিয়ে প্রাণে বেঁচেছে সেই পর্যটকরা। তবে এই ভয়ঙ্ক সময়তেও এক পর্যটক ক্যামেরা তাক করে রেখে ভিডিও করছিলেন বাঘটির। হঠাৎই সে রেগে যায় এবং জিপ গাড়িকে ধাওয়া করে। ভিডিও রেকর্জিং তখনও অন। ব্যাস্, পুরো ঘটনাটি ক্যামেরা বন্দী। সোশাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার হওয়া মাত্রই ইন্টারনেটে ভয়ের সেনসেশন ছড়িয়েছে।

Advertisment

আরও পড়ুন: উদ্ভট প্র্যাঙ্ক স্বামীর, রান্নাঘর দেখে বেজায় চটে গেলেন স্ত্রী

ভিডিওটিতে দেখা যাচ্ছে, হুড খোলা জিপে করে বাঘ সাফারি করতে গিয়েছেন একদল পর্যটক। জিপের একদম কাছেই চলে এসেছিল সুলতানা নামে একটি তিন বছরের বাঘিনী। কিন্তু গাড়ি চলতে শুরু করলে গাড়িকে লক্ষ্য করে পাশে পাশে ছুটতে থাকে বাঘটি। যা দেখে ভয়ে হাড়হিম হয়ে যায়। এরপর একটা সময় গাড়ি ঘুরিয়ে পিছন দিকে ছুটতে থাকে। যাকে বলে ভেলকি খাইয়ে বাঘের মুখ থেকে বাঁচে তাঁরা।

আরও পড়ুন: বন্ধুরা বলে দিয়েছে, ‘এমন উপহার দিলে আর নেমন্তন্ন করবে না’! কী সেই উপহার

Read the full story in English

viral
Advertisment