New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/cats-62.jpg)
মহিলাকে বাঁচাতে তার স্বামী ও তার মাও বাঘের পেছনে ছুটতে থাকেন।
গাড়ি থেকে নামতেই মহিলাকে টেনে নিয়ে গেল বাঘ, হাড়হিম ভিডিও ভাইরাল হতেই আঁতকে উঠল নেটিজেনরা। জঙ্গল সাফারিতে গিয়ে ভয়ঙ্কর ঘটনার মুখে পড়তে হল এক মহিলাকে। গাড়ি থেকে নামতেই মুখে করে মহিলাকে টেনে নিয়ে গেল বাঘ। দেখুন এই ভয়ঙ্কর ভিডিওটি
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, জঙ্গল সাফারির সময় এক মহিলা তার স্বামীর সঙ্গে ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়েন। এরপর রাগে লাল হয়ে গাড়ি থেকে নেমে যান তিনি। স্বামীর সঙ্গে ঝগড়ার পর তিনি গাড়ির অপর পাশে চলে যান, এমন সময় হঠাৎ একটি বাঘ মহিলাটিকে আক্রমণ করে। আক্রমণের পরপরই বাঘ মহিলাকে মুখে করে টেনে জঙ্গলের দিকে নিয়ে যায়। মহিলাকে বাঁচাতে তার স্বামী ও তার মাও বাঘের পেছনে ছুটতে থাকেন। ভিডিওটি এখানেই শেষ হয়।
Woman gets out of the car to argue with her husband while inside a Tiger Safari pic.twitter.com/MDGCbOcwXT
— CCTV IDIOTS (@cctvidiots) August 3, 2023
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই ঘটনাটি বেইজিংয়ের জাতীয় উদ্যানে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে বাঘটি বাঁচাতে যাওয়া মহিলার মাকেও আক্রমণ করেছিল। যদিও এ ঘটনায় ওই মহিলা প্রাণে রক্ষা পেয়েছেন বলেই জানা গিয়েছে।