জাতীয় সড়ক ধরে রাজকীয় চালে হেটে চলেছে বাঘ, বিরল ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়

এক লাফ দিয়ে মুহূর্তেই জঙ্গলে হারিয়ে যায় বাঘটি।

এক লাফ দিয়ে মুহূর্তেই জঙ্গলে হারিয়ে যায় বাঘটি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

জাতীয় সড়ক ধরে রাজকীয় চালে হেটে চলেছে বাঘ

লোকালয়ে বাঘের প্রবেশের একাধিক খবর এর আগে সংবাদ শিরোনামে এসেছে। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তেমনই এক হাড়হিম করা ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে তামিলনাড়ুর জাতীয় সড়ক ধরে হেটে যাচ্ছে একটি বাঘ। ভিডিওটি ফটোগ্রাফার, রাজ মোহন ফ্রেমবন্দী করেছেন, পরে তা টুইটারে শেয়ার করেছেন আইএফএস আধিকারিক, সুশান্ত নন্দা। ইতিমধ্যেই ভাইরাল এই ভিডিওতে প্রায় ৪৫ হাজারের বেশি ভিউ হয়েছে। । ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর ভালপারাইয়ে।

Advertisment

ভাইরাল ভিডিও’র শুরুতেই দেখা যাচ্ছে জাতীয় সড়ক ধরে হেটে চলেছে একটি বাঘ। কিছুটা হাঁটার পর জাতীয় সড়ক থেকে জঙ্গলের দিকে এক লাফ দিয়ে মুহূর্তেই জঙ্গলে হারিয়ে যায় বাঘটি। এই ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে ‘আরও একটি দিন, জাতীয় সড়কের মাঝে বাঘ’।

Advertisment

এদিকে এই ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হতেই কমেন্টের বন্যা বয়ে গেছে। একজন ইউজার লিখেছেন, কী রাজকীয় চলন! অন্য একজন ইউজার লিখেছেন, এমন কাণ্ড এ যেন এক জঙ্গল সাফারি। অপর একজন মন্তব্য করেছেন আমি এত ভাগ্যবান নই, যে জাতীয় সড়কের মাঝে বাঘের দেখা পাব”। সব মিলিয়ে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় এক আলাদা অনুভূতির সৃষ্টি করেছে।

Tamilnadu National Highway Tiger