scorecardresearch

খাবার চুরির চেষ্টা, বাঘে-বাঘে তুমুল লড়াই, বিরল ভিডিও আগে দেখেননি

বাঘের সঙ্গে বাঘের লড়াই এমন বিরল দৃশ্য সচরাচর দেখা যায় না বললেই চলে।

bagh baghin ki ladai, khane ke liye tiger baghin ki ladai,tiger video, tiger attack video, tiger Tigress fight video, tiger Tigress,Latest Sightings video, wildlife fight video, sher ki ladai,jungle ka video, Ranthambore National Park, tiger fight Ranthambore National Park, indian wlid national park,Ajab Gajab news, Shocking news, Weird news, OMG News, bizarre news, amazing news, good news, interesting news, viral news, trending news, hatke news,

বাঘের খাবার চুরি করার চেষ্টার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সাধারণত ওইয়াল্ড লাইফের ভিডিওগুলি দারুণ ভাবে মানুষজনকে আকৃষ্ট করে। তবে বাঘের সঙ্গে বাঘের লড়াই এমন বিরল দৃশ্য সচরাচর দেখা যায় না বললেই চলে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই এক রুদ্ধশ্বাস ভিডিও। খাবার নিয়ে বচসার জের, তা থেকে রক্তক্ষয়ী লড়াইয়ের হাড়হিম করা ভিডিও চাক্ষুষ করেছেন নেটজনতা।

ইউটিউবে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বাঘের খাবার চুরির চেষ্টা করছে অপর এক বাঘ। সঙ্গে সঙ্গেই শুরু হয় দুজনের মধ্যে রক্তক্ষয়ী লড়াই। ভিডিওটি ইউটিউবের লেটেস্ট সাইটিংস পেযে শেয়ার করা হয়েছে।

প্রায় আড়াই মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি বাঘ একটি হরিণকে রাস্তায় পড়ে থাকতে দেখে। দেখেই খাবারের লোভে তার কাছে যায়। কিছু দূরেই বসে ছিল অপর একটি শিকারি বাঘ। হরিণটি ছিল তার শিকার। খাবার চুরি করার চেষ্টা করামাত্রই দুই বাঘের মধ্যে শুরু হয় প্রচণ্ড লড়াই। পোস্টটি মাত্র দুই দিন আগে শেয়ার করা হয়েছে। তারপর থেকে ভিডিও সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Tigress tries to stealing tiger food what happens next