Advertisment

করোনা ভাইরাস চ্যালেঞ্জ, জিভ দিয়ে স্পর্শ করতে হবে বিমানের কমোড!

কমেন্টে মডেল জানিয়েছেন, বিমানের টয়লেট কতটা ভালো করে স্যানিটারি করা হয়, তার প্রমাণ দেবে এই চ্যালেঞ্জ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মাঝে মাঝেই সোশাল মিডিয়ায় দেখা যায়, উদ্ভট চ্যালেঞ্জ গ্রহণ করছেন নেট নাগরিকরা। আর সেই চ্যালেঞ্জে সফল হলে লাইক কমেন্টে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন সেই ব্যক্তি। সম্প্রতি এমনই একটি চ্যালেঞ্জ চলছে সোশাল মিডিয়ায়। যার নাম "করোনা ভাইরাস চ্যালেঞ্জ"। যে চ্যালেঞ্জ খুবই ঘৃন্যমান ও ভয়ঙ্কর।

Advertisment

কী সেই চ্যালেঞ্জ? বিমানের টয়লেটের কমোডে জিভ স্পর্শ করতে হবে। এরপর তাঁকে প্রমাণ করতে হবে যে সে করোনা ভাইরাস তাঁকে কিছু করতে পারেনি। এই চ্যালেঞ্জ সোশাল মিডিয়ায় নিয়ে এসেছেন, মডেল আভা লুইস। তিনি টিকটক মারফত একটি ভিডিও করেছেন, যেখানে দেখা যাচ্ছে, কমোডের সিট জিভ দিয়ে চাটছেন তিনি। কমেন্টে মডেল জানিয়েছেন, বিমানের টয়লেট কতটা ভালো করে স্যানিটারি করা হয়, তার প্রমাণ দেবে এই চ্যালেঞ্জ।

সোশাল মিডিয়ায় অনেকেই তার এই পোস্ট নিয়ে সমালোচনা করছেন। সম্প্রতি যে হ্যাশট্যাগ (#CoronavirusChallenge ) ট্রেন্ড করছে, তাতে মূলত সতর্কতা মূলক বার্তা রয়েছে। সেই হ্যাশট্যাগ ব্যবহার করেছেন এই মডেল।

Read the full story in English

coronavirus corona
Advertisment