New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/cats_10cc36.jpg)
ব্যক্তির এমন প্রতিভাকে স্যালুট জানিয়েছেন তামাম দেশবাসী
ব্যক্তির এমন প্রতিভাকে স্যালুট জানিয়েছেন তামাম দেশবাসী।
ব্যক্তির এমন প্রতিভাকে স্যালুট জানিয়েছেন তামাম দেশবাসী
প্রচণ্ড তাপপ্রবাহে মানুষজন অতিষ্ট হয়ে উঠেছে। গরম থেকে বাঁচার নানান পদ্ধতি রোজই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এমনই একটি ভিডিও আজকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা দেখে সকলেই রীতিমত অবাক। ভিডিওতে দেখা যাচ্ছে, গরম থেকে বাঁচতে এমন একটি যন্ত্র বানিয়েছেন এক ব্যক্তি যা কোনো সাধারণ মানুষের মাথায় নাও আসতে পারে। ব্যক্তির এমন প্রতিভাকে স্যালুট জানিয়েছেন তামাম দেশবাসী।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে, গরম থেকে বাঁচতে এক ব্যক্তি তৈরি করেছেন এক অভিনব সমাধান। এই ব্যক্তি তার বাড়ির ছাদে জলের পাইপকে কাজে লাগিয়ে ফোয়ারা তৈরি করেছেন। ছাদের চারপাশে জল পড়ার জন্য বেশ সুন্দর ব্যবস্থা করেছেন ওই ব্যক্তি। গরম থেকে বাঁচতে এমন অভিনব কৌশলের ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল হওয়া এই ভিডিওটি @adultsociety নামের একটি পেজ ইনস্টাগ্রামে শেয়ার করেছে। এই ভিডিওটি 16 হাজারের বেশি লোক পছন্দ করেছে। এ নিয়ে মানুষজন নানান মন্তব্য করেছেন। এ বিষয়ে মন্তব্য করে একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, 'ব্যাঙ্গালুরুতে এটি করার চেষ্টা করারও চেষ্টা করবেন না।' আরেক ব্যবহারকারী লিখেছেন 'ভারতে সব কিছুই সম্ভব।'