Advertisment

Viral Video: কাজের চাপে 'অজ্ঞান' কর্মী? আজব বুদ্ধি দেখে তাজ্জব নেট দুনিয়া

Viral Video: এমন এক আজব কৌশল করলেন যে এক দিন, বরং টানা ছুটি পেতে বাধ্য তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
viral video

মুর্ছা গেলেন কর্মী

Viral Video Twitter: করোনাকালে কাজের চাপ বেড়েছে অনেকটাই। তাই ছুটি নেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়ছে অনেকেরই। কিন্তু ছুটি যে লাগবেই? এই অসম্ভবকেই সম্ভব করলেন এক কর্মী। এমন এক আজব কৌশল করলেন যে এক দিন, বরং টানা ছুটি পেতে বাধ্য তিনি।

Advertisment

টুইটারে সেই ভিডিও নিজেই পোস্ট করেছেন ওই ব্যক্তি। এরপরই মুহুর্তে ভাইরাল হয়েছে ওই ভিডিও। তিনি লেখেন, "আমার ম্যানেজার উপস্থিত ছিল। এদিকে একটি কাজে আমায় ছুটি নিতেই হত। অতএব এভাবে অসুস্থ হওয়ার ভান না করলে ছুটিটাই পেতাম না।"

১৮ সেকেন্ডের ওই ক্লিপটিতে দেখা যাচ্ছে এক কর্মী যিনি একটি দোকানের ক্যাশ সামলাচ্ছিলেন, সেই সময় এক গ্রাহক আসে বিল করার জন্য। কিন্তু হঠাৎই দাঁড়ানো থেকে অজ্ঞান হয়ে পড়ে যান ওই কর্মী।

এই ঘটনাটি যে সম্পূর্ণ অভিনয় তা অনেক নেটিজেনরাই বুঝতে পারেননি প্রথমে। অনলাইনে শেয়ার করা এই ভিডিওটি ভাইরাল হতে বেশি সময় লাগেনি।

নেট নাগরিকদের অনেকেই বলেছেন, ম্যানেজারকে এমনভাবে বোকা বানানোর অভিনয় দেখে তাজ্জব বনে গিয়েছেন তাঁরা। অনেকে আবার বলেছেন যে এই ঘটনার পর ম্যানেজার তাঁকে একেবারের জন্যও বাড়ি পাঠিয়ে দিতে পারেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Viral Video viral
Advertisment