New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/cats_7cda46.jpg)
একটি ভিডিও দাবানলের মতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাতে এক ব্যক্তিকে গরম থেকে বাঁচতে অনন্য পদ্ধতি অবলম্বন করতে দেখা গিয়েছে।
একটি ভিডিও দাবানলের মতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাতে এক ব্যক্তিকে গরম থেকে বাঁচতে অনন্য পদ্ধতি অবলম্বন করতে দেখা গিয়েছে।
একটি ভিডিও দাবানলের মতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাতে এক ব্যক্তিকে গরম থেকে বাঁচতে অনন্য পদ্ধতি অবলম্বন করতে দেখা গিয়েছে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রতিদিন একাধিক ভিডিও ভাইরাল হলেও তার মধ্যে বাছাই করা কিছু ভিডিও মানুষের মনকে ছুঁয়ে যায়। বর্তমানে গ্রীষ্মের তীব্র দাবদাহে মানুষের প্রাণ যেন অতিষ্ঠ হয়ে উঠেছে। গরম থেকে বাঁচার জন্য মানুষজনকে নানান কৌশল অবলম্বন করতে দেখা যায়। সেই সংক্রান্ত একটি ভিডিও দাবানলের মতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাতে এক ব্যক্তিকে গরম থেকে বাঁচতে অনন্য পদ্ধতি অবলম্বন করতে দেখা গিয়েছে।
মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম X (আগের টুইটারে) একটি ভিডিও ভাইরাল হচ্ছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি রান্নাঘরে দাঁড়িয়ে নিজের জন্য খাবার তৈরি করছেন। কিন্তু গরম যাতে না লাগে সেজন্য পিঠে সেঁটে নিয়েছেন টেবিল ফ্যান। ফ্যানটিকে নিজের সঙ্গে বাঁধতে তিনি প্রথমে সেটিকে টেবিলের সঙ্গে বেঁধে তারপর টেবিলটি তার পিঠের সঙ্গে প্লাস্টিক জাতীয় কিছু দিয়ে বেঁধে নেন।
ভিডিওতে দেখা যাচ্ছে তিনি যেখানেই যাচ্ছেন ফ্যানটিও তার সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে ওই ব্যক্তিকে গরমের হাত থেকে কিছুটা রেহাই দিচ্ছে। ভিডিওটি মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম X (আগের টুইটারে) @pb3060 নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার করা হয়েছে। ভিডিওটি শেয়ার করার সময় ক্যাপশনে লেখা হয়েছে, ' মুম্বই, বেঙ্গালুরু এবং কলকাতায় প্রযোজ্য হওয়া উচিত।' ভাইরাল হওয়া এই ভিডিওটিও দেখে মানুষজন নানান মন্তব্য করেছেন।
Video hai toh foreign ka par applicable to Mumbai Bangalore and Kolkata pic.twitter.com/cH0PlI2z5O
— Kungfu Pande 🇮🇳 (Parody) (@pb3060) April 30, 2024