New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/tiger_759_twt.jpg)
অ্যাম্বুলেন্সের জরুরি পরিষেবার সেবার কারণে তাড়া থাকায় বাঘকে হর্ন দিয়ে সরিয়ে সে এগিয়ে যায়।
মধ্যপ্রদেশের জাতীয় সড়ক ৪৪ এর উপর দেখা গেল একটি বাঘকে। সেই বাঘের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কিছুতেই রাস্তা পার করতে পারছেনা সে। হাইওয়ে ধরে একের পর এক গাড়ি তীব্র গতিতে চলে যাচ্ছে। হঠাৎই অ্যাম্বুলেন্স এর সামনে এসে দাঁড়ায় বাঘটি। দাড়িয়ে পরে অ্যাম্বুলেন্স। তবুও রাস্তার অপর প্রান্তে যেতে পারে না বাঘ।
* অ্যাম্বুলেন্সের জরুরি পরিষেবার সেবার কারণে তাড়া থাকায় বাঘকে হর্ন দিয়ে সরিয়ে সে এগিয়ে যায়।
* বাঘ যেটুকু এগিয়ে এসেছিল আবার সে পিছিয়ে পড়ে।
*পাশের একটি পাঁচিলে ওঠার চেষ্টা করে।
* অতঃপর রাস্তা খালি দেখে সে আবার পুনরায় রাস্তা পার হওয়ার চেষ্টা করে।
*অপরদিকে দাঁড়িয়ে থাকে একটি গাড়ি তাকে আলো দিয়ে পথ দেখায়।
* এরপর আস্তে আস্তে পার করে রাস্তা।
This is how sometime human infra creates problem for wildlife. Here a #tiger struggling to cross one such. Pench authorities were able to guide him back to #forest safely though. Just one example. pic.twitter.com/pUoM0UuXv3
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) July 14, 2020
করোনা লকডাউনের ভয়াবহ পরিস্থিতিতে মাস্ক পরা জরুরি। সেই সতর্কবার্তা দিতেই অভিনব উদ্যো গ নিয়েছেন কাঁচরাপাড়ার এক ব্যক্তি। তিনি নিজেই মাস্কের মধ্যে লাগিয়েছেন টুনি লাইট। মাস্ক পরার পর সেই লাইট জ্বালিয়ে রাখছেন তিনি।
ব্যক্তির নাম গৌর নাগ। পেশায় ঠিকে মজুর। যে ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে, সেখানে গৌরকে বলতে দেখা গিয়েছে, তিনি রাতের মাস্ক তৈরি করেছেন। এখনও অনেকে মাস্ক পরছেন না। তাদের মধ্যে সতর্কবার্তা ছড়াতেই এই অভিনব মাস্ক বানিয়েছেন তিনি। তবে দিনের বেলা এই মাস্ক কাজ দেবে না খুব একটা। মূলত রাতেই দৃষ্টি আকর্ষণ করবে এই মাস্ক। বিস্তারিত জানুন ভিডিও দেখে
করোনার টিকা তৈরি করতে কাল ঘাম ছুটেছে দেশ-বিদেশের বিজ্ঞানী বিজ্ঞানীদের। কিন্তু এরই মাঝে করোনা তাড়ানোর ওষুধ আবিষ্কার করে ফেললেন কর্নাটকের উল্লাল পুরসভার কংগ্রেস কাউন্সিলর রবিচন্দ্র গাট্টি। গোলমরিচের গুঁড়ো মেশানো কয়েক পেগ রাম আর তার সঙ্গে ডিম ভাঁজা খেলে করোনাকে মুক্ত হবে শরীর। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই করোনা আতঙ্কেই হেসে খুন নেটপাড়া।