দিনের সেরা ভাইরাল খবর: আবেগঘন হনুমানের ভিডিও থেকে অবাক করা মাছের ছবি

দিনের সেরা ভাইরাল খবর একটি প্রতিবেদনে

By:
Edited By: Arunima Karmakar Kolkata  Updated: June 10, 2020, 06:27:04 PM

Read today’s top trending news headline in one place. Latest viral, popular news headlines briefs in bengali: 

কোরেন্টাইন সেন্টারে চলছে টানটান ক্রিকেট ম্যাচ, মিশ্র প্রতিক্রিয়া সোশাল মিডিয়ায়

কোরেন্টাইনে চলছে ক্রিকেট ম্যাচ

কোয়ারেন্টাইন কেন্দ্রগুলিতে গান নাচে মেতেছে মানুষ। অচেনা অজানা মানুষ গুলোর সামনে যে যার পারদর্শিতা তুলে ধরে খারাপ সময়ে আনন্দ উপভোগ করার চেষ্টা করছে। যা সোশাল মিডিয়া মারফত প্রকাশ্যে আসছে। সম্প্রতি একটি নতুন ভিডিওতে দেখা গেছে, একদল পুরুষ ক্রিকেট খেলছেন। জাতীয় কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ টুইটারে শেয়ার করা সেই ভিডিওটির ভিউয়ার্স সংখ্যা ছাড়িয়েছে কয়েক হাজার। কয়েকজন পুরুষকে ক্রিকেট খেলতে দেখা যায় যেখানে বেডে শুয়ে থাকা বাকিরা দর্শক।মুখোশ পরেই তাদের ক্রিকেট খেলতে দেখা যায় এবং প্রায়শই বল বিছানার মাঝে এসে পরে।

 

তিমি-হাঙর মুখে করে বয়ে নিয়ে যাচ্ছে একাধিক মাছ, সামুদ্রিক হিংস্র প্রাণীর বন্ধুত্ব মন কেড়েছে সোশাল মিডিয়ার

মাছের মুখে মাছ

যদিও এটি বিশ্বাস করা হয় যে সমুদ্র আজও অনাবিষ্কৃত এবং অবিচ্ছিন্ন, এমন বেশ কয়েকটি চিত্র রয়েছে যা সমুদ্রর নীচের এবং মনোমুগ্ধকর বিশ্বকে চিত্রিত করে।
বহু ছবি অনেককে হতবাকও করে দিয়েছে। ইভান্স বাউডিন যখন মেক্সিকান শহর কাবো সান লুকাসের জলে সাঁতার কাটছিলেন তখন ঠিক এই ঘটনার সাক্ষী থেকেছেন তিনি।

অভিনব কৌশলে জঙ্গলের মধ্যে বিমান অবতরণ করালেন পাইলট, দেখুন ভিডিওতে

জঙ্গলের মধ্যে রানওয়ে খুঁজছেন

পাইলটদের পক্ষে এবরো খেবরো জায়গায় বিমান অবতরণ সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির মধ্যে একটি। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি একটি ঘন জঙ্গলে তার বিমানটি ল্যান্ড করান। তার কৌশল দেখে অবাক সোশাল মিডিয়া। সেই ভিডিও হু হু করে ভাইরাল হচ্ছে সোশাল মিডিয়া ময়দানে। ৫৫-সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, পাইলটটি অবতরণের জন্য একটি জায়গা খুঁজছেন। অবশেষে বিমানটি নির্বিঘ্নে অবতরণ করেন। দেখুন ভিডিওটি…

আইসক্রিম খেয়ে বিড়ালের একি দশা! হাসি চাপতে পারছে না কেউ

ববিড়ালের কী দশা দেখুন

ড্যাম_এলি নামের এক টুইটার ব্যবহারকারী সম্প্রতি নিজের টুইটারে একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেই ভিডিওতেই দেখা যাচ্ছে, চেয়ারে বসে আইসক্রিম খাচ্ছে একটি বিড়াল। জীবনে প্রথমবার স্বাদ গ্রহণ করছে আইসক্রিমের।

বিস্তারিত পড়ুন- আইস্ক্রিম খাওয়ার পর কী করল বিড়াল, দেখুন ভিডিওতে

 

দলা করে ভাত মেখে হনুমানকে খাইয়ে দিচ্ছেন মহিলা, পশুপ্রেমে মুগ্ধ সোশাল মিডিয়া

হনুমানকে খাইয়ে দিচ্ছেন ভাত

পশ্চিমবঙ্গের বীরভূম জেলার ময়ূরেশ্বরের বাসিন্দা চাঁদ দাসের পোস্ট করা দুই মিনিটের দীর্ঘ ভিডিওতে দেখা যাচ্ছে, তাঁর মা হনুমানকে ভাত, ডাল এবং শাকসব্জি দিয়ে মেখে খাইয়ে দিচ্ছেন। পরের গ্রাস মুখে তুলে দেওয়ার আগে পর্যন্ত শান্তভাবে বসে রয়েছে সেই হনুমান।

বিস্তারিত দেখুন- হনুমানকে খাওয়ানোর ভিডিও দেখে অনাবিল তৃপ্তি পাচ্ছে নেটপাড়া

আবেগঘন মুহূর্ত! হাসপাতালের দোরগোড়ায় চিকিৎসা চাইতে এসেছে আহত হনুমান

ভিডিওতে দেখা যাচ্ছে, ধৈর্য ধরে দন্ডেলি পাটেল হাসপাতালের বাইরে বসে রয়েছে সে। চোখ মুখের করুণ দশা। চিকিৎসা কেন্দ্রের কর্মীরা প্রাণীটিকে সাহায্য করতে এগিয়ে আসেন। ক্ষতস্থান পরিষ্কার করে এবং সেই জায়গায় ওষুধ লাগিয়ে দেয়।

বিস্তারিত পড়ুন- আবেগঘন মুহূর্ত! হাসপাতালের দোরগোড়ায় চিকিৎসা চাইতে এসেছে আহত হনুমান

 

মলদ্বার থেকে বেরোলো গোটা তেলাপিয়া মাছ, বসে পড়েছিলেন তার উপর

বেশ কিছু দিন ধরে পেটে ব্যাথায় কাতরাচ্ছিল বছর ৩০ এর ওই ব্যক্তি। দক্ষিণ চীন এর গুয়াংডং প্রদেশের ঝাওকিং ফার্স্ট পিপলস হাসপাতালে ডাক্তার দেখায় সে। ডেইলি মেলের একটি প্রতিবেদনে বলা হয়েছে, সিটি স্ক্যান এবং এক্স-রে রিপোর্টের পর জানা যায় তার অন্ত্রের ভিতরে একটি মৃত তেলাপিয়া মাছ রয়েছে। তাও একেবারে গোটা।

বিস্তারিত পড়ুন- গোটা মাছ বেরোলো মলদ্বার থেকে, দেখুন ভিডিওতে

Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the Latest News in Bangla by following us on Twitter and Facebook

Web Title:

Todays top trending news headlines latest viral stories

The moderation of comments is automated and not cleared manually by bengali.indianexpress.com.
Advertisement

ট্রেন্ডিং
মুখ পুড়ল ইমরানের
X