Advertisment

দিনের সেরা ভাইরাল খবর: শাড়ি পরে ব্যাকফ্লিপ, টাইমলাইনে কলকাতার খুদে

দিনের সেরা ভাইরাল দেখুন একসঙ্গে একটি প্রতিবেদনে

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Read today's top trending news headline in one place: শাড়ি পরে ব্যাকফ্লিপ দিচ্ছেন একজন মহিলা। মিয়াওর কোভিড কেয়ার সেন্টারে স্বাস্থ্যকর্মীদের অভিনব সিদ্ধান্ত। স্ট্যাচু বা শিল্প যে সব সময় মানুষকে বোর করবে এমনটা একেবারেই নয়।

Advertisment

বাবার মৃত্যুর ১০মাস পর চিঠি পেল মেয়ে, কী লেখা আছে তাতে?

publive-image

বাবার মৃত্যুর দশ মাস পরে এসে পৌঁছাল মেল। অবাক হয়ে যায় মেয়ে। বাবা মায়ের জন্য ২৫ তম বিবাহবার্ষিকী পালন করতে চায়। তার স্ত্রীকে সারপ্রাইজ দিতে চায় সে। মেইল পেয়ে মেয়ে অবাক হয়ে যায়। ভাবে বাবা কি করে মেল পাঠাতে পারে! বাবা জানতেন বেশিদিন আর নেই। তাই মেইল লিখে সিডিউল করে গিয়েছিলেন। কী লেখা আছে মেইলে?

ওবামার প্রশংসা করে ট্রাম্পের জন্মদিন পালন সোশাল মিডিয়ায়

publive-image
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ১৪ ই জুন ৭৪ বছর বয়সে পা দিল। তবে অনেকেই এই দিনটি টুইটারে প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামাকে নিয়ে মাতামাতি করেছে। হ্যাশট্যাগ ব্যবহার করেছে "ওবামার দিন ১৪ ই জুন," "ওবামার প্রশংসা দিবস," "ওবামা দিবস ইউএসএ" এবং "হ্যাপি বার্থডে ওবামা" ইত্যাদি। সেলিব্রিটি এবং রাজনীতিবিদরাও জর্জ টেকি, কেন জেওং, বিলি বাল্ডউইন এবং অন্যান্যরাও একইভাবে উদযাপন করেছে।

অবাককাণ্ড! গাছ থেকে বেরোচ্ছে জল

publive-image

গাছের ছাল থেকে জল বেরোনোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে অবাক নেটপাড়া। অবসরপ্রাপ্ত ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস দিগ্বিজয় সিং খতি শেয়ার করেছেন সেই ভিডিও, যাতে দেখা যাচ্ছে যে একজন বন আধিকারিক একটি কাস্তে দিয়ে গাছের ছাল কাটছে। এরপরই সেখান থেকে বেরিয়ে আসে জল।

দেখুন ভিডিওতে...

শাড়ি পরে ব্যাকফ্লিপ যুবতীর, ভিডিও দেখে চক্ষু ছানাবড়া

publive-image

শনিবার সঙ্গীতা ভারিয়র নামে এক টুইটার ইউজার ভিডিয়োটি পোস্ট করেন। অগত্যা ভাইরাল। পিচের রাস্তার উপর, জুতো ছাড়া হলুদ শাড়ি পরে নিমেষের মধ্যে ব্যাকফ্লিপ দিতে দেখা গেল তাকে। স্লো মোশনের ওই ভিডিও সঙ্গে হিন্দি গানে অবাক নেটপাড়া।ব্যাকফ্লিপের পর তাঁর নিখুঁত ল্যান্ড করা দেখে প্রশংসা করছে সোশাল মিডিয়া।

ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে

গান গেয়ে ভাইরাল কলকাতার এক বেসরকারি স্কুলের খুদে পড়ুয়ারা

publive-image

কলকাতার একদল স্কুল পড়ুয়া "বান্দেহ" গানটি যেভাবে উপস্থাপনা করেছে, তাতে মুগ্ধ সোশাল মিডিয়া। ১৯৯০ সালে গঠিত, রক ব্যান্ড ‘Indian Ocean’ এর অগ্রণী ফিউশন-রক জনরার জন্য খ্যাতি অর্জন করেছিল। জনপ্রিয় সংগীত ট্র্যাকটি অনুরাগ কাশ্যপের প্রশংসিত ছবি ব্ল্যাক ফ্রাইডে ছবিতেও ব্যবহৃত হয়েছিল।

পিপিই পরে চেনা যাচ্ছে না সহকর্মীকে, তাই যা করল স্বাস্থ্য কর্মীরা

publive-image

মিয়াওর কোভিড কেয়ার সেন্টারে স্বাস্থ্যকর্মীদের অভিনব সিদ্ধান্ত। রোগীদের আনন্দিত করতে এবং সহকর্মীদের সহজে চিনতে পিপিই কিটের উপরে নিজের হাসির ছবি লাগিয়েছেন তাঁরা। হু অরুণাচল প্রদেশের চ্যাংলাং জেলার এই স্বাস্থ্যকর্মীদের প্রশ্ংসা করেছে। একইসঙ্গে নেটিজেনদের কাছ থেকেও সম্মান অর্জন করেছে।

viral news viral
Advertisment