Advertisment

দিনের সেরা ভাইরাল খবর: রোহিত হয়ে গেলেন 'যুবতী', ফের ভুয়ো ভিডিও পোস্ট ট্রাম্পের

'সুন্দরী যুবতী' হয়ে উঠলেন রোহিত শর্মা, ফের টুইটারে ভুয়ো ভিডিও পোস্ট করলেন ট্রাম্প, কুকুরের সঙ্গে ডলফিনের বন্ধুত্ব, দিনের সেরা ভাইরাল দেখুন একসঙ্গে একটি প্রতিবেদনে

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Today's top trending viral headlines: করোনা মহামারীর আবহে বাড়িতে বন্দি অনেকেই অনলাইনে আরও অনেক বেশি সময় কাটাচ্ছেন, বিভিন্ন ফিলটার, চ্যালেঞ্জ, এবং ট্রেন্ড পরখ করে দেখছেন সোশ্যাল মিডিয়ায়। সেই ধারা মেনেই 'মেয়ে' হয়ে গেলেন রোহিত শর্মা! ওদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সিএনএন-এর লোগো এবং ‘টিকার’ সম্বলিত একটি অদ্ভুত ভিডিও টুইট করেছেন এই দাবি সমেত, যে ওই সংবাদমাধ্যম একটি ভাইরাল ভিডিও সম্পর্কে ভ্রান্ত রিপোর্ট দিয়েছে। এমনই আরও খবর জেনে নিন...

Advertisment

কুকুর ডলফিনের বন্ধুত্বে মুগ্ধ নেটপাড়া

publive-image

দুই প্রজাতির প্রাণীর মধ্যে বন্ধুত্ব জগতে নতুন নয়। তবু একটি কুকুর এবং একটি ডলফিনের বন্ধুত্বের ছবি মুগ্ধ করেছে নেট দুনিয়াকে। প্রাণী জগতে সর্বাপেক্ষা বুদ্ধিমান প্রজাতিদের তালিকায় একেবারে ওপরের দিকেই স্থান ডলফিন এবং কুকুরের। সেই হিসেবে সেয়ানে সেয়ানে মিষ্টি কোলাকুলি বলা যেতেই পারে।

১৮,০০০ ফুট উচ্চতায় যোগব্যায়াম, ভাইরাল ভারতীয় সেনার ছবি

publive-image

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসে লাদাখের খারদুং লা পাসের কাছে যোগব্যায়াম করছেন ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ বা আইটিবিপি-র সদস্যরা, এই ছবিটি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিটি টুইটারে পোস্ট করা হয় ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের পক্ষ থেকেই। বর্তমানে ভারত-চিন সীমান্তে সংঘর্ষের কারণে শিরোনামে রয়েছে লাদাখ।

সূর্যগ্রহণ নিয়েও রসিকতায় মাতল নেটপাড়া

publive-image

সূর্যগ্রহণ নিয়ে কম বেশি কুসংস্কারের বেড়াজাল রয়েছে। তাই নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে রসিকতা। উল্লেখ্য, ২১ জুন ভারতের নানা স্থান সহ পৃথিবী থেকে দেখা যায় বছরের প্রথম পূর্ণগ্রহণ। তবে এটি বলয়গ্রাস গ্রহণ হওয়ার ফলে চাঁদের ছায়া সম্পূর্ণ ঢেকে দেয় নি সূর্যকে।

অ্যাপের কেরামতিতে রোহিতকে যুবতী বানিয়ে দিলেন চাহাল!

rohit sharma gender swap

করোনা মহামারীর আবহে বাড়িতে বন্দি অনেকেই অনলাইনে আরও অনেক বেশি সময় কাটাচ্ছেন, বিভিন্ন ফিলটার, চ্যালেঞ্জ, এবং ট্রেন্ড পরখ করে দেখছেন সোশ্যাল মিডিয়ায়। ফেসঅ্যাপ (#FaceApp) এমন একটি ট্রেন্ড, যা ইদানীং খুব জনপ্রিয় হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া মঞ্চে। এবার এই ট্রেন্ডে যোগ দিয়েছেন ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল – তবে স্রেফ নিজের ছবি নিয়েই পরীক্ষানিরীক্ষা করেন নি তিনি, জড়িয়ে ফেলেছেন তাঁর সতীর্থ রোহিত শর্মাকেও। বিস্তারিত পড়ুন এখানে

ফের একবার টুইটার বনাম ট্রাম্প

donald trump racist video ট্রাম্পের টুইটে ক্ষেপেছে নেটদুনিয়া

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সিএনএন-এর লোগো এবং ‘টিকার’ সম্বলিত একটি অদ্ভুত ভিডিও টুইট করেছেন এই দাবি সমেত, যে ওই সংবাদমাধ্যম একটি ভাইরাল ভিডিও সম্পর্কে ভ্রান্ত রিপোর্ট দিয়েছে। জবাবে তাঁর ভিডিওটিকে “ম্যানিপুলেটেড মিডিয়া”, অর্থাৎ ‘বিকৃত মাধ্যম’ আখ্যা দিয়েছে টুইটার, এবং সোশ্যাল মিডিয়ায় তাঁর ‘অসংবেদনশীল’ আচরণের জন্য প্রভূত সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। বিস্তারিত পড়ুন এই প্রতিবেদনে

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

viral news viral
Advertisment