Read today’s top trending news headline in one place. Latest viral, popular news headlines briefs in Bengali:
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ছবি দেখে নেটাগরিকরা জানাচ্ছেন, ছাতা ধরে সোশাল মিডিয়ার মন ভালো করল এই ব্যক্তি। ছবিতে এক নিরাপত্তা কর্মী ও একটি কুকুরকে দেখা যাচ্ছে। নিরাপত্তা কর্মী ছাতাটি ধরিয়ে দিয়েছেন কুকুরের মাথায়।
ছবিটি স্কটল্যান্ডের গ্লাসগোর মরিসনস সুপারমার্কেটের। সেখানে দেখা যাচ্ছে, বৃষ্টির হাত থেকে বাঁচাতে এক নিরাপত্তা কর্মী সুপারমার্কেটের বাইরে দাঁড়িয়ে থাকা একটি কুকুরের মাথায় ছাতা ধরেছেন। এদিকে বৃষ্টিতে নিজে ভিজছেন।
Shout out to this @Morrisons security man keeping this good boy dry. He said ‘well you never know how dogs feel about the rain’ pic.twitter.com/B9CPWI7u5Q
— Crisp Rat (@MelGracie_) June 28, 2020
ফিলিপিন্সে মানুষের সমান বাঁদুড় রয়েছে। এমনটাই জানতেন টুইটার ইউজার অ্যালেক্স। তাঁর মন্তব্য কতটা সত্য সেটা প্রমাণ করতেই এই ছবিটি তিনি পোস্ট করেন যা ইতিমধ্যে ভাইরাল।
Remember when I told y’all about the Philippines having human-sized bats? Yeah, this was what I was talking about pic.twitter.com/nTVIMzidbC
— Alex???? (@AlexJoestar622) June 24, 2020
দোকানের কর্মী স্রেফ মাস্ক পরে আসার অনুরোধ করেছিলেন। তার প্রত্যুত্তরে সরাসরি থুতু ছিটিয়ে দেওয়া হলো কর্মীর মুখে। সোশাল মিডিয়ায় এমন ভিডিও ভাইরাল হওয়ার পরই নেটিজেনরা ক্ষোভে ফুঁসছেন। শাস্তির দাবি করেছেন সেই মহিলার।
ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো প্রদেশের। জিলক্যাট নামের এক টুইটার ব্যবহারকারী নিজের অ্যাকাউন্ট থেকে ১৮ সেকেন্ডের সেই ভিডিও শেয়ার করেন। সেখানেই দেখা যাচ্ছে, দোকানের কর্মীর সঙ্গে কিছুক্ষণ কথা চালাচালির পরেই মহিলা সটান থুতু দেন কর্মচারীকে।
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the Latest News in Bangla by following us on Twitter and Facebook
Web Title: