Advertisment

দিনের সেরা ভাইরাল: মহাব্বত গানের চাইনিজ ভার্সন, বাঁধ থেকে হরিণ উদ্ধার

এক নজরে দেখে নিন দিনের সেরা ভাইরাল

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Read today's top trending news headline in one place. Latest viral, popular news headlines briefs in Bengali: 

Advertisment

কুকুরকে বৃষ্টি থেকে বাঁচাতে ছাতা ধরলেন, অথচ নিজে ভিজছেন

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ছবি দেখে নেটাগরিকরা জানাচ্ছেন, ছাতা ধরে সোশাল মিডিয়ার মন ভালো করল এই ব্যক্তি। ছবিতে এক নিরাপত্তা কর্মী ও একটি কুকুরকে দেখা যাচ্ছে। নিরাপত্তা কর্মী ছাতাটি ধরিয়ে দিয়েছেন কুকুরের মাথায়।

ছবিটি স্কটল্যান্ডের গ্লাসগোর মরিসনস সুপারমার্কেটের। সেখানে দেখা যাচ্ছে, বৃষ্টির হাত থেকে বাঁচাতে এক নিরাপত্তা কর্মী সুপারমার্কেটের বাইরে দাঁড়িয়ে থাকা একটি কুকুরের মাথায় ছাতা ধরেছেন। এদিকে বৃষ্টিতে নিজে ভিজছেন।

মানুশ সমান বাঁদুড়! ছবি দেখে আঁতকে উঠছে সোশাল মিডিয়া

ফিলিপিন্সে মানুষের সমান বাঁদুড় রয়েছে। এমনটাই জানতেন টুইটার ইউজার অ্যালেক্স। তাঁর মন্তব্য কতটা সত্য সেটা প্রমাণ করতেই এই ছবিটি তিনি পোস্ট করেন যা ইতিমধ্যে ভাইরাল।

মাস্ক পরতে বলা যেন ‘অপরাধ’, থুতু ছেটালেন মহিলা

publive-image

দোকানের কর্মী স্রেফ মাস্ক পরে আসার অনুরোধ করেছিলেন। তার প্রত্যুত্তরে সরাসরি থুতু ছিটিয়ে দেওয়া হলো কর্মীর মুখে। সোশাল মিডিয়ায় এমন ভিডিও ভাইরাল হওয়ার পরই নেটিজেনরা ক্ষোভে ফুঁসছেন। শাস্তির দাবি করেছেন সেই মহিলার।

ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো প্রদেশের। জিলক্যাট নামের এক টুইটার ব্যবহারকারী নিজের অ্যাকাউন্ট থেকে ১৮ সেকেন্ডের সেই ভিডিও শেয়ার করেন। সেখানেই দেখা যাচ্ছে, দোকানের কর্মীর সঙ্গে কিছুক্ষণ কথা চালাচালির পরেই মহিলা সটান থুতু দেন কর্মচারীকে।

viral news viral
Advertisment