সিয়াচেনে কেক দূরস্ত, বরফ দিয়েই জন্মদিন পালন হল ভারতীয় সেনা বন্ধুর
সিয়াচেন হাড় হিম কড়া ঠান্ডায় দাঁড়িয়ে দেশকে রক্ষা করছে কয়েক হাজার সেনা। তাদের কুর্ণিশ করাও বোধ হয় কম পড়ে যায়। দিন রাত জগে কঠিন পরিস্থিতিতে দায়িত্ব কর্তব্য পালন করে চলেছে তাঁরা। সাদা চাদরে ঢাকা পাহাড়েই কাটছে একের পর এক বসন্ত। বিবাহবার্ষিকী জন্মদিনের মতও বিশেষ দিন গুলি গুরুত্ব হারিয়েছে তাদের জীবন থেকে। কিন্তু কিছু ক্ষীণ আশা ইচ্ছা যে তাদের দেশরক্ষার পিছনে আজও বর্তমান, তা স্পষ্ট সদ্য ভাইরাল হওয়া ভিডিওতে।
কেক দূরস্ত। তাহলে কী করে পালন করা হবে জন্মদিন। বরফকেই বানিয়ে নিল কেক। তাই মজা করে কাটল ভারতীয়
সেনাবাহিনী।
A soldier celebrating his birthday.
Forget cheese cake, the beauty of a Snow cake, which only a soldier knows.
No word are enough to describe their sacrifices and resilience. pic.twitter.com/sr5xGSdUNU— Virender Sehwag (@virendersehwag) July 12, 2020
কয়েক ফুট লম্বা কিং কোবরা, উদ্ধার করতে এসে হিমশিম
বিষধর সাপের জগতে কিং কোবরা অন্যতম। তার ফণা দেখে ভয়ে শঙ্কিত হতে হয়। ১১ ই জুলাই তামিলনাড়ুর কয়েম্বাতুরের একটি গ্রাম থেকে ১৫ ফুট দীর্ঘ কিং কোবরা উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার অভিযানের বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে যা নেটিজেনদের বিস্মিত করেছে।
নিউজ এজেন্সি এএনআই-এর খবরে বলা হয়েছে, বন বিভাগ কর্তৃক এই কোবরাটি কয়েম্বাতুরের থন্ডামুথুরের নরসীপুরম গ্রাম থেকে উদ্ধার করা হয়। সাপটিকে পরে সিরুওয়ানি বন অঞ্চলে ছেড়ে দেওয়া হয়।
Tamil Nadu: A 15-feet-long King Cobra was rescued from Narasipuram village in Thondamuthur, Coimbatore by Forest Department today. It was later released into Siruvani forest area. pic.twitter.com/dmyT2lUIRq
— ANI (@ANI) July 11, 2020
করোনায় আক্রান্ত রোগীর মন ভালো করতে ডাক্তার গেয়ে চলেছেন একের পর এক গান
মন ভালো নেই কারর। মৃত্যু ঠিক কোথায় দাঁড়িয়ে তার উত্তর জানা নেই। পৃথিবী কবে সুস্থ হবে তার উত্তর হন্যে হয়ে খুঁজছে গোটা বিশ্ব। আর যাঁরা আক্রান্ত তারা ভয়ে গুঁটিয়ে নিয়েছে নিজেদের। অবসাদ ঘিরে ধরছে প্রতি পদে। গলায় দলা পাকিয়ে আসছে ভবিষ্যতের চিন্তা। এমন সময় একটি ভিডিও ভাইরাল হল অজস্র নেট নাগরিকদের হাতে। পিপিই পরা ডাক্তার গান গাইছে রোগীর মনে 'পজেটিভ ভাইভ' ছড়িয়ে দিতে। যা দেখে অনাবিল তৃপ্তি পাচ্ছে নেট পাড়ার একাংশ।
ইনি ইরাকের ডাক্তার। সম্প্রতি তাঁকে হামিদ মানসুরের গাওয়া সালামাত গানটি গাইতে দেখা গিয়েছে। অন্যদিকে দিশেহারা কোভিড-আক্রান্ত রোগী হাউ হাউ করে কাঁদছেন। মূলত তাঁর মন ভালো করতেই ডাক্তারের এই সামান্য প্রচেষ্টা। যা সোশাল মিডিয়ায় ভাইরাল।
Read the full story in English
'অ্যাঞ্জেলা জোলির মতো উঁচু ঠোঁট মাছের!' রয়েছে মানুষমুখী দাঁত ও জিভ
মালয়েশিয়ায় মানুষ মুখী উদ্ভট মাছের বেশ কয়েকটি ছবি ইন্টারনেট সৈকতে চক্কর কাটছে যা দেখে অবাকক নেটিজেনরা। এমন রূপ মাছের! অবিশ্বাস্য!
ভাইরাল হওয়া ছবিগুলিতে একটি প্রজাতির ট্রিগার ফিশ দেখা যায়, যা মানুষের মুখের সঙ্গে সাদৃশ্য রয়েছে। বিশেষত মুখ, দাঁত এবং ঠোঁটের মধ্যে রয়েছে হুবহু মিল।
bibir dia lagi seksi dari aku ???? pic.twitter.com/zzq8IPWzvD
— RaffNasir• (@raff_nasir) July 2, 2020
ছবিটি দেখে অবাক হওয়ার পাশাপাশি মাছটি কার মতো দেখতে তা নিয়েও শুরু হয়েছে জোর চর্চা। সটান তারকাদের সঙ্গে শুরু হয়েছে তুলনা। রইল কিছু প্রতিক্রিয়া, দেখুন:
— ken (@KenkenLegada) July 2, 2020
Angelina Jolie is shaking
— jidregen-san (@helmychicken) July 2, 2020
— bullshit activist (@polodrawIs) July 3, 2020
Fish got hit w the monsters inc. machine pic.twitter.com/mwBGLx2Isa
— Qountry_Boy (@Ray_B_II) July 2, 2020
উল্লেখ্য, ট্রিগার ফিশ সাধারণত ইন্দো-প্যাসিফিকে পাওয়া যায়। ডিম্বাকৃতি দেহ , এর ছোট তবে শক্তিশালী চোয়াল রয়েছে, যার সঙ্গে মিল রয়েছে মানুষের মুখের।
Read the full story in English