New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/top-viiral.jpg)
এক নজরে দেখে নিন দিনের সেরা ভাইরাল, উত্তর প্রদেশের নদী থেকে একটি হরিণকে উদ্ধার করার জন্য জীবন ঝুঁকি নিয়েছে এক বৃদ্ধ
Read today's top trending news headline in one place. Latest viral, popular news headlines briefs in Bengali: সম্প্রতি এক মহিলা ডাক্তার গরমি গানের সঙ্গে হাসপাতালে নাচ করলেন। যা রীতিমত সেনসেশন ছড়িয়েছে নেট পাড়ায়।বাজার থেকে মেথি পাতার বদলে ভাং পাতা কিনে আনা হয়েছিল। তাই দিয়েই হয় রান্না। এক মিনিটে শেষ করতে পেরেছে ১৯৬ টি অঙ্ক।
পিপিই পরে থাকলে যে প্রচন্ড গরম লাগে, তা বহুবার নানা ভাবে বুঝিয়ে এসেছেন ডাক্তারা। কারণ একেবারে প্রথম সারিতে দাঁড়িয়ে থকে করোনা সঙ্গে লড়তে একেবারে বায়ু রুদ্ধ পোশাক পরতে হয় তাদের। এতে প্রচন্ড ঘাম হচ্ছে। কুঁচকে যাচ্ছে শরীরের চামড়া। দীর্ঘক্ষণ বাথরুম ব্যবহার করতে পারছে না। এরকম অবস্থায় সম্প্রতি এক মহিলা ডাক্তার গরমি গানের সঙ্গে হাসপাতালে নাচ করলেন। যা রীতিমত সেনসেশন ছড়িয়েছে নেট পাড়ায়।
বাজার থেকে মেথি পাতার বদলে ভাং পাতা কিনে আনা হয়েছিল। তাই দিয়েই হয় রান্না। কিন্তু সেই খাবার খেয়ে নেশা হয়ে যায় বাড়ির সদস্যদের। পরিমাণ বেশি থাকায় অসুস্থ হয়ে পরে বাড়ির ছয় সদস্য। ভর্তি করা হয় নিকটবর্তী হাসপাতালে। প্রথমে অসুস্থতার কারণ জানা যায়নি। ডাক্তার অসুস্থতার কারণ খুঁজে বের করেন। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশে। হাসপাতালে চিকিত্্সাধীন রয়েছে বাড়ির ছয় সদস্য।
লকডাউনে অনেকেই নিজের ধুলো-মরচে পরা শখ গুলোকে বের করে এনেছে। আঁকা, গান, নাচ দিয়ে ভরে তুলছঠে নিজের টাইমলাইন। কারণ একটাই, এই রকম অফুরন্ত সময় আগে পায়নি মানুষ। কিন্তু এই সময়কেই কাজে লাগিয়েছে ১০ বছরের এক খুদে। দ্রুত অঙ্ক করার অনুশীলন করেছে সে। সম্প্রতি সে এক মিনিটে শেষ করতে পেরেছে ১৯৬ টি অঙ্ক।
উত্তর প্রদেশের নদী থেকে একটি হরিণকে উদ্ধার করার জন্য জীবন ঝুঁকি নিয়েছে এক বৃদ্ধ, যে ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন এক বন দফতর আধিকারিক।
কর্মকর্তা রমেশ পান্ডের শেয়ার করা ভিডিওটিতে দেখা যাচ্ছে, বাঁধের সামনে জলে পরে গিয়েছে এক হরিণ। তাঁকে জল থেকে তুলতে এক বৃদ্ধ দড়ি বেয়ে জলে নামে। এবং হরিণটি কে উদ্ধারের চেষ্টা করে। ওই ব্যক্তির নাম মোহন যাদব। মোজাফফরনগরের হায়দারপুরের বাসিন্দা।