দিনের বাছাই করা ভাইরাল: মহাকাশে ড্রয়িং রুম, ৮১ তে অনায়াসে পুশ-আপ দিলেন মিলিন্দের মা

দিনের সেরা ভাইরাল দেখুন একটি প্রতিবেদনে

দিনের সেরা ভাইরাল দেখুন একটি প্রতিবেদনে

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মুরগির ছানার সঙ্গে খেলছে একদল বাঁদর

Advertisment

publive-image

Advertisment

বৃক্ষরোপণের অভূতপূর্ব যন্ত্র,গ্রামীণ ভাবনাচিন্তার প্রশংসা সোশাল মিডিয়ায়

publive-image

সামান্য একটি যন্ত্র যে কাজকে সহজ করতে পারে তা বলার বাকি রাখে না। কিন্তু যন্ত্র বানাতে যে হিসেব নিকেশের প্রয়োজন সেখানেই বাঁধে জট। কিন্তু রোজকার কাজ, সহজে করার পন্থা আবিষ্কার করে দিতে পারে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, সামান্য একটি হাতে গড়া যন্ত্র বৃক্ষরোপনে সহায়তা করছে।

publive-image

বিভিন্ন সময় অদ্ভুত প্যারাগ্লাইডিং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই স্টান্ট দেখে হতবাক হয়ে যায় নেটিজেনরা। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে প্যারাগ্লাইডিংয়ের সময় একটি সোফায় বসে টিভি দেখছেন এক ব্যাক্তি। ৪.২৫ মিনিটের ক্লিপ দেখে অবাক নেট পাড়া

পুশ-আপ দিচ্ছে মিলিন্দ সোমানের মা, ভাইরাল ভিডিও

publive-image উষা সোমান

মডেল তথা অভিনেতা মিলিন্দ সোমানের মা ৩ জুলাই ৮১ তে পা দিলেন। এদিন তিনি অনায়াসে ১৫ বার পুশ-আপের দিলেন। যা দেখে থ নেট পাড়া। এভাবে জন্মদিন উদযাপন মিলিন্দের মায়ের। ইনস্টাগ্রামে অভিনেতা তাঁর মা উষা সোমানের এই ভিডিও শেয়ার করেছেন।

viral viral news