Advertisment

ভাইরাল: হাতির বব কাট চুল, ছাদ থেকে ভুলবশত লাফ.... তারপর যা ঘটল

দিনের সেরা বাছাই করা ভাইরাল দেখুন একটি প্রতিবেদনে

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Read today's top trending news headline in one place. Latest viral, popular news headlines briefs in Bengali:পশুর এমন চুলের বাহার দেখে হতবাক নেট পাড়া।পুল পার্টি চলছিল। সেখানেই রেকর্ড করা হয় ভিডিওটি।ছাত্র ছাত্রীদের বর্তমান অবস্থা নিয়ে সোশাল মিডিয়ায় শুরু হয়েছে মশকরা। মিমের ঝড়ে জোর চর্চা শুরু হয়েছে সোশাল মিডিয়ায়।

Advertisment

হাতির বব কাট চুল

publive-image

হাতি মাথায় বব কাট চুল। স্নানের পর চিরুনি দিয়ে আঁচড়ে দিচ্ছে মাহুত। পশুর এমন চুলের বাহার দেখে হতবাক নেট পাড়া।

ছাদ থেকে ভুল বশত লাফ.... তারপর যা ঘটল

publive-image

একটি মহিলার ছাদ থেকে সুইমিং পুলে ঝাঁপ দেওয়ার সাহসী প্রচেষ্টায় মারাত্মক ভুল হয়ে যায়। যে  ভিডিওটি সোশাল মিডিয়ায় ব্যাপক ভাবে শেয়ার হয়েছে, তাতে দেখা যাচ্ছে, লাফ দেওয়ার পর জলে পরার আগে বাড়ির চালে ধাক্কা খায়। ভিডিও দেখেই বোঝা যাচ্ছে, যে ইনি আহত হয়েছেন। কিন্তু খানিক পরে জল থেকে উঠে আসে।

পুল পার্টি চলছিল। সেখানেই রেকর্ড করা হয় ভিডিওটি।

সিবিএসই বোর্ডে সিলেবাসে কাট-ছাঁট, মিমের ঝড় নেটপাড়ায়

publive-image

সেন্ট্রাল বোর্ড অফ এডুকেশন (সিবিএসই) মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠক্রম ৩০ শতাংশ হ্রাস করার প্রস্তাব রাখে। টুইটে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী বলেন, বিভিন্ন জায়গা থেকে প্রায় ১,৫০০ এর বেশি পরামর্শ গ্রহণ করার পর সিলেবাসে কাটছাট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এইচআরডি মন্ত্রী টুইটে লিখেছেন, “শিক্ষা অর্জনের গুরুত্ব বিবেচনা করে মূল বিষয়গুলিকে ধরে রেখে সিলেবাস ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, গোটা বিশ্বে বিরাজমান ভয়ানক অসাধারণ পরিস্থিতি দেখে সিবিএসইর পাঠ্যক্রমকে সংশোধন এবং নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের কোর্সের বোঝা হ্রাস করার পরামর্শ দেওয়া হয়েছে”।

এরপরই ছাত্র ছাত্রীদের বর্তমান অবস্থা নিয়ে সোশাল মিডিয়ায় শুরু হয়েছে মশকরা। মিমের ঝড়ে জোর চর্চা শুরু হয়েছে সোশাল মিডিয়ায়।

viral viral news
Advertisment