New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/06/top-viral-29-june.jpg)
এক নজরে দেখে নিন দিনের সেরা ভাইরাল
Read today's top trending news headline in one place. Latest viral, popular news headlines briefs in bengali:অভিনব পন্থায় পুল খেলার মজা খুঁজে নিয়েছে খুদেরা, পরিস্থিতি ঠিক হলে তিন কি চার মাসের মোট বিল পাঠানো হবে। ভারতীয়রা 'জুগার' দিয়ে কাজ চালিয়ে নিতে পারে, তা বলার বাকি রাখে না। এক নজরে দেখে নিন দিনের সেরা ভাইরাল...
বয়স পাঁচ থেকে নয় দোরগোড়ায়। ধরে নেওয়াই যায় স্মার্টফোন এখনও হাতের নাগালে নয়। মাঠ ঘাটে খেলাতেই জীবনের মানে খুঁজে পায় খুদেরা। সম্প্রতি পুল এইট বলস মোবাইল গেম ঘরবন্দী মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। সেখানেই চলছে দিন রাত টুরনামেন্ট। খুদেরাও সেই গেমের মজা নিতে চায়। আর তার জন্য যে অভিনব পন্থায় পুল খেলার মজা খুঁজে নিয়েছে, তা দেখে অবাক সোশাল মিডিয়া।
লকডাউনে বাড়ি বাড়ি মিটার দেখতে আসেনি বিদ্যুত্্ পরিষেবা সংস্থার কর্মীরা। কাজেই সঠিক বিল পাচ্ছে না গ্রাহকরা। বিদ্যুত্্ পরিষেবা কেন্দ্র থেকে জাননো হয়েছে, পরিস্থিতি ঠিক হলে তিন কি চার মাসের মোট বিল পাঠানো হবে। কিন্তু সেই বিল যে মোটা অঙ্কের হতে পারে তা নিয়ে আন্দাজ করা যায়। আর এই নিয়ে সোশাল মিডিয়ায় শুরু হয়েছে মিমেরক ঝড়।
স্লিপ চড়া যে প্রত্যেক শিশুর পছন্দের খেলা, তা বলার বাকি রাখে না। সম্প্রতি ভারতের বন দফতরের আধিকারিক সুশান্ত নন্দা ভিডিওটি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন। যা মনে কেড়েছে নেট নাগরিকদের। দেখুন ভাইরাল ভিডিওটি....
Game of sliding is inbuilt in children’s genes???? pic.twitter.com/JGPBQLNDO2
— Susanta Nanda IFS (@susantananda3) June 25, 2020
ভারতীয়রা 'জুগার' দিয়ে কাজ চালিয়ে নিতে পারে, তা বলার বাকি রাখে না। সম্প্রতি একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, সাইজ অনুযায়ী ফলকে দুটি ভাগে আলাদার করার জন্য অদ্ভুত এক পন্থা বের করেছেন এক চাষী। যা নেট পাড়ায় বেশ প্রশংসা পেয়েছে। বিস্তারিত জানতে দেখুন ভিডিও