Advertisment

আপনার বাড়িতেও খালি গায়ে বডিবিল্ডাররা খাবার পৌঁছে দেবে, শর্ত একটাই

ডেলিভারি মাচো-র শর্ত একটাই। ন্যূনতম ৭০০০ ইয়েন (৬৬ ডলার) মূল্যের খাবার অর্ডার করতে হবে। তাহলেই স্বাদ নেওয়া যাবে ডেলিভারি মাচো-র।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

করোনা ভাইরাসের প্রকোপে আর্থিক মন্দা দেখা দিয়েছে ব্যবসায়। ব্যবসাকে ফের চাঙ্গা করতে এবার অভিনব উপায় নিল জাপানের এক সুশি রেস্তোরাঁ। অনলাইনে অর্ডারের ক্ষেত্রে ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে ক্রেতার বাড়িতে পাঠানো হচ্ছে খালি গায়ের বডি বিল্ডারদের।

Advertisment

ডেলিভারি মাচো নামের এই অভিনব সার্ভিস চালু করেছেন ৪১ বছরের শেফ মাসানোরি সুগিওরা। তিনি নিজেও একজন বডি বিল্ডার। সুগিওরার বডি বিল্ডার বন্ধুরা আর্থিক মন্দায় কাজ হারিয়েছিলেন। সেই সময় সুগিওরার মাথাতে অভিনব পরিকল্পনা আসে। সুশি ডেলিভারি বয় হিসাবে বন্ধুদের কাজে লাগালে কেমন হয়! তারপর পুরো ঘটনা হিট।

আরো পড়ুন প্লেনের ভিতরে গরম, দরজা খুলে সটান ডানায় মহিলা, ভিডিওয় তোলপাড়

ডেলিভারি মাচো-র শর্ত একটাই। ন্যূনতম ৭০০০ ইয়েন (৬৬ ডলার) মূল্যের খাবার অর্ডার করতে হবে। তাহলেই স্বাদ নেওয়া যাবে ডেলিভারি মাচো-র।

এমন পরিকল্পনা জাপানে রীতিমত হিট। সোশ্যাল মিডিয়ায় অভিনব এই ভাবনা ব্যাপক ভাইরাল হয়েছে। এখন সুগিওরা প্রতিদিন ১০টি ডেলিভারি মাচো-র অর্ডার পান। যেখান থেকে তিনি মাসে উপার্জন করেন ১.৫ মিলিয়ন ইয়েন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Japan viral news
Advertisment