New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/cats-268.jpg)
রেলের বুকিং কাউন্টারে কম্পিউটার চালাচ্ছে বাঁদর।
রেলের বুকিং কাউন্টারে কম্পিউটার চালাতে দেখা গেল বানরকে, ভিডিও দেখে লোকজন বললেন- নতুন স্টেশন মাস্টার। ফেসবুকে শেয়ার করা একটি ছোট ভিডিওতে দেখা যাচ্ছে একটি বাঁদর একটি কম্পিউটারের সামনে বসে আছে, কাগজপত্র উল্টে পালটে দেখছে এবং টাইপ করার চেষ্টা করছে। পোস্টের ক্যাপশন অনুসারে, এই ঘটনাটি ঘটেছে বোলপুর রেলস্টেশনে। ক্লিপে দেখা যাচ্ছে, মানুষজন বানরের এহেন কর্মকাণ্ড দেখে একেবারে অবাক।
দিল্লি মেট্রোর ভিতর এবার আজব কাণ্ড। আর মুহূর্তে সেই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিও দেখে নেটিজেনরা বৃদ্ধকে বললেন ‘এটা বাড়ি নয় মেট্রো এভাবে বিড়ি খাবেন না। দেখুন ভিডিও
সোশ্যাল মিডিয়ায় আজকাল একটি ভিডিও ট্রেণ্ড করছে। ভাইরাল হওয়া এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যে একজন ব্যক্তি তার গলায় মালা পরে এবং মাথায় বরের পাগড়ি দিয়ে হাতে একটি ব্যানার নিয়ে বউ খুঁজতে দাঁড়িয়ে রয়েছেন। হাতে লেখা ব্যানারে লেখা সরকারি চাকরিরতা বউ চাই। ভিডিওটি ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
सरकारी नौकरी वाली मेहरारू चाही दहेज हम देम ❤️👌😜 pic.twitter.com/zHd1FQKCRJ
— छपरा जिला 🇮🇳 (@ChapraZila) September 21, 2023
দিল্লি মেট্রো রিল এবং ভিডিও তৈরির জন্য একটি প্রিয় জায়গা হয়ে উঠেছে। প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় দিল্লি মেট্রোর কোনও না কোনও ভিডিও ভাইরাল হয়। কখনও কখনও কিছু লোককে গান গাইতে দেখা যায় তো কিছু লোকের নাচের ভিডিও ভাইরাল হয়। একইভাবে, আরেকটি ভিডিও ভাইরাল হচ্ছে যাতে এক ব্যক্তি মেট্রোর ভিতরে পুশ আপ করছেন। এর পরে, তিনি মেট্রোতে ভ্রমণকারী এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করেন, চ্যালেঞ্জের এমন জবাব দিলেন ওই ব্যক্তি তাতেই সকলের চোখ কপালে। দেখুন ভিডিও
সোশ্যাল মিডিয়ার এই যুগে সবাই লাইক ও কমেন্টের জন্য তাদের দৈনন্দিন নানান কাজের ভিডিও তৈরি করে আপলোড করছেন। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে একটি মেয়েকে বিশালাহার সাপ অনায়সেই ধরতে দেখা যাচ্ছে। সাপ ধরার কৌশল তিনি নিজেই ইনস্টাগ্রামে আপলোড করেছেন, যা ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।