গণপতি বাপ্পার 'প্রেমে পাগল' সলমন, ব্যস্ত শপিং মলে প্রেম নিবেদন..! দেখুন আজকের সেরা ভাইরাল ভিডিও

সেরা ভাইরাল ভিডিও আপনার মন জিতে নেবে

সেরা ভাইরাল ভিডিও আপনার মন জিতে নেবে

author-image
IE Bangla Web Desk
New Update
trending news, funny memes, viral videos, bizarre stories

আজকের সেরা ভাইরাল ভিডিও

গণেশ চতুর্থীর উদযাপন সলমান খানের। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে। নিজের বাড়িতে গণপতির মূর্তি বসিয়ে আরাধোনায় মেতে উঠেছেন বলিউডের এই সুপারস্টার। সোশ্যাল মিডিয়ায় একটি খুব সুন্দর ভিডিও ভাইরাল হয়েছে, যাতে সালমান খানকে তার ভাগ্নির সঙ্গে গণপতি বাপ্পার আরতি করতে দেখা যায়। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেছেন সালমান খান নিজেই।

Advertisment

ম্যানচেস্টারের রাস্তায় দেখা মিলল গোলাপী পায়রার। যা এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সাধারণত গোলাপী পায়রা খুবই বিরল। আর এমন বিরল প্রজাতির পাখি দেখে কৌতুহল হওয়াটাও খুব স্বাভাবিক। আর এই পায়রা দেখে আনন্দে মেতে উঠেছেন মানুষজন।

Advertisment

উজবেকিস্তান থেকে সামনে এসেছে এক আজব ঘটনা। যেখানে একটি ছোট চারচাকা গাড়ি করে ২৫ জন খুদেকে নিয়ে যাচ্ছেন এক শিক্ষক। আর এই আজব ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। চারজনের বসার এক গাড়িতে কীভাবে ২৫ জন পড়ুয়া উঠল এবং সকলে একসঙ্গে কীভাবে গাড়িতে ভ্রমণ করছে তা ভাবিয়ে তুলেছে নেটিজেনদের।

হৃদয় ছুঁয়ে যাওয়ার মত এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে বাবাকে সারপ্রাইজ দিতে দেখা গিয়েছে মেয়েকে। আর মেকের কাছ থেকে এমন সারপ্রাইজ পেয়ে স্বাভাবিক ভাবেই আপ্লূত বাবা। আর এই ভিডিও লক্ষ লক্ষ ভিউয়ের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সত্যিকরের ভালবাসা আর একজন খাঁটি ভালবাসার মানুষ পাওয়া আজকাল বড়ই কঠিন। এমন পরিস্থিতিতে একটি মিষ্টি প্রেমের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে ভিড়ের মধ্যে শপিং মলে এক যুবক সামনে থাকা তিন জনের মধ্যে একজনকে ডেকে একটি রিং বক্স বের করে মেয়েটির সামনে রেখে হাঁটু গেঁড়ে বসে প্রেম নিবেদন করেন।

viral