New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/cats-86.jpg)
চলন্ত ট্রেনে ভোজপুরি গানে দারুন নাচ, লোকাল ট্রেনে আসর মাতালেন বঙ্গ তনয়া
খবর লেখার সময় ভাইরাল এই ক্লিপটি ১১ মিলিয়ন (১ কোটির বেশি) ভিউ এবং ২ লাখ ৫১ হাজার লাইক পেয়েছে
চলন্ত ট্রেনে ভোজপুরি গানে দারুন নাচ, লোকাল ট্রেনে আসর মাতালেন বঙ্গ তনয়া
চলন্ত ট্রেনে ভোজপুরি গানে দারুন নাচ। আসর মাতালেন বঙ্গ তনয়া। দিল্লি মেট্রোর পরে এবার শিরোনামে লোকাল টড়েন। রিলের নেশায় বুঁদ তরুণ প্রজন্ম। রাতারাতি সোশ্যাল মিডিয়া স্টার হতে এখন কনটেন্ট ক্রিয়েটারদের পছন্দের তালিকায় লোকাল ট্রেন। তেমনই একটি ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
ক্লিপটিতে, তরুণীকে বিখ্যাত ভোজপুরি গানে চলন্ত ট্রেনে দুর্দান্ত ভঙ্গিতে নাচতে দেখা যায়। লোকাল ট্রেনে মেয়েটির নাচ দেখে সকলের চোখ রীতিমত ছানাবড়া।
ভিডিওটি ক্লিপটি @sahelirudra আইডি থেকে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। খবর লেখার সময় ভাইরাল এই ক্লিপটি ১১ মিলিয়ন (১ কোটির বেশি) ভিউ এবং ২ লাখ ৫১ হাজার লাইক পেয়েছে। শ'য়ে শ'য়ে ব্যবহারকারী এই ভিডিওতে মন্তব্য করেছেন। অনেক ব্যবহারকারী তরুনীর নাচের প্রশংসা করেছেন। তবে অনেকেই এই ধরণের ট্রেন্ড বন্ধের পক্ষেও সওয়াল করেছেন।