New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/cats-167.jpg)
দেখুন সেরা ৫ ভাইরাল
এই পাঁচ সেরা ভাইরাল ভিডিও আপনার মন জয় করবেই।
দেখুন সেরা ৫ ভাইরাল
জওয়ান জ্বরে কাবু ব্রিটেনও, মেট্রোতেই ভক্তের নাচ
জওয়ান মুক্তির পর থেকে ছাড়িয়েছে ৭০০ কোটির মাইলফলক। শাহরুখ জ্বরে আক্রান্ত দেশ-বিদেশ। সম্প্রতি লন্ডন মেট্রোতে ভাইরাল হয়েছে এমনই এক ভিডিও। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি আর পাঁচজন সাধারণ যাত্রীর মতই মেট্রোতে ভ্রমণ করছেন। কানে হেডফোন লাগিয়ে শাহরুখ খানের গান শুনছেন তিনি। গান শুনতে শুনতে হঠাৎ করেই মেট্রোর ভিতর তিনি নাচতে শুরু করলেন। 'ছাইয়া ছাইয়া' গানের সঙ্গে ব্যক্তির নাচ তোলপাড় ফেলে মেট্রোতে। দেশেই নয় বিদেশেও শাহরুখ ম্যাজিকে বুঁদ সকলেই।
দেখুন ভিডিও :
বোনের বিয়েতে নেচে আসর জমালেন দিদি
বোনের বিয়েতে মেকআপ থেকে নজরকাড়া পোশাক দিদিদের কোন কিছুতেই খামতি থাকেনা। আর সেই সঙ্গে যদি বিয়ের মঞ্চে নজরকাড়া ডান্স হয় তাহলে তো কোন কথাই নেই। একেবারে জমে যাবে বিয়ের আসর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে বোনের বিয়ের অনুষ্ঠানে জমকালো নাচ দিদির। নাচের স্টেপ অবাক করে দেয় অতিথিদেরও অবাক করে দেন। দিদির নাচ দেখে মনে হয় তিনি কোন পেশাদার নৃত্যশিল্পী। ভিডিওটি প্রকাশ্যে আসতেই ইন্টারনেটে ঝড় শুরু হয়।
বিয়েতে নাচের ঝলক মিস করবেন না যেন, দেখুন ভিডিও:
ফুচকা তৈরির ভিডিও, আগে দেখেছেন কখনও?
ফুচকা খেতে পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা হাতে গোনা। কিন্তু কখনও দেখেছেন কি ফুচকা কীভাবে তৈরি হয়? যদি না দেখে থাকেন তাহলে আজকের এই ভিডিওতে দেখুন কারখানায় কীভাবে ফুচকা তৈরি হয়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এক ফুড ভ্লগার। শেয়ার করা ভিডিওটি গুজরাটের সুরাটের একটি কারখানায় রেকর্ড করা হয়েছে।
দেখুন ভিডিও:
:
মাথায় বল রেখে টাওয়ারে উঠে বিশ্বরেকর্ড, অবাক করা প্রতিভা যুবকের
মাথায় বল রেখে টাওয়ারে উঠে বিশ্বরেকর্ড। অবাক করা প্রতিভার ভিডিও সোশ্যাল মিডিয়ার দৌলতে আজ ভাইরাল। ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিও। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের প্রতিবেদন অনুযায়ী, বিশ্ব রেকর্ড গড়েছেন নাইজেরিয়ার টনি সলোমন। মাথায় ফুটবল নিয়ে সর্বোচ্চ সংখ্যক সিঁড়ি বেয়ে ওঠায় বিশ্ব রেকর্ড করেন তিনি।
দেখুন ভিডিও:
New record: Most steps climbed on a ladder while balancing a football on the head - 150 by Tonye Solomon (Nigeria) ️⚽️
Don't look down 👀 pic.twitter.com/yeZAXe1CxH— #GWR2024 OUT NOW (@GWR) September 13, 2023
রুদ্ধশ্বাস স্টান্ট দেখাতে পাহাড় থেকে ঝাঁপ, তারপর?
ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি জীবনের কোন পরোয়ানা না করেই বিপজ্জনক স্টান্ট দেখাতে সোজা উঁচু পাহাড় থেকে লাফ দেন। ভিডিও দেখে আঁতকে উঠেছেন লক্ষ লক্ষ মানুষ।
Bro was 2 flips away from visiting the afterlife 😳 pic.twitter.com/M4FTD8WTbb
— MadVids (@MadVidss) September 12, 2023
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে পাহাড়ের চূড়ায় বসে আছেন এক ব্যক্তি। এদিক-ওদিক তাকিয়ে কোন কিছু না ভেবে সেখান থেকে লাফ দেন তিনি। দর্শকরা তো একেবারে অবাক। ব্যক্তির আত্মবিশ্বাস আর সাহস দেখে অবাক নেটপাড়া।