Advertisment

পর্যটক বোঝাই গাড়ি লক্ষ্য করে তেড়ে এল মস্ত হাতি, জঙ্গল সাফারিতে হাড়হিম কাণ্ড

বিশেষজ্ঞদের মতে, হাতি বা অন্য কোন প্রাণী যেখানেই থাকুক না কেন, জঙ্গল সাফারিতে শান্ত থাকা উচিত।

author-image
IE Bangla Web Desk
New Update
elephant chasse video, elephant attack video, Tourists shouting jungle safari, elephant attack Tourists, hathi ne dauda liya,ifs susanta nanda video, wildlife video

জঙ্গল সাফারির সময় সকলের উচিৎ কিছু নিয়ম কানুন মেনে চলা। অন্যথায়, অনেক সময় বিপদের মুখে পড়তে হয় পর্যটকদের। টুইটারে ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে একদল পর্যটক জঙ্গল সাফারির সময় হাতির ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। আর তা দেখা মাত্রই হাতিটি তাদের গাড়ির দিকে তেড়ে আসে। কোন মতে পালিয়ে প্রাণে বাঁচেন ট্যুরিস্ট দল।

Advertisment

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস আধিকারিক সুশান্ত নন্দা (IFS Susanta Nanda) এই ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘আপনি যদি জঙ্গল সাফারির সম ছবি তুলতে, চিৎকার করতে ব্যস্ত হয়ে পড়েন তাহলে জঙ্গলে যাবেন কেন? জঙ্গল সাফারিতে শান্ত থাকুন, নিয়ম মেনে চলুন।

মাত্র ১২ সেকেন্ডের এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যে কয়েকজন পর্যটক জঙ্গল সাফারি উপভোগ করছেন। হাতিটিকে দেখা মাত্রই এক মহিলা চিৎকার করতে থাকেন, ছবি তুল তে ব্যস্ত হয়ে পড়েন। এমন পরিস্থিতিতে হাতিটি তাদের লক্ষ্য করে তেড়ে আসে। তা দেখে গাড়ি স্টার্ট করে পর্যটকরা কোনমতে পালিয়ে প্রাণে বাঁচেন। কয়েক ঘণ্টা আগে ভিডিওটি শেয়ার করা হয়। এখন পর্যন্ত হাজার বার দেখা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, হাতি বা অন্য কোন প্রাণী যেখানেই থাকুক না কেন, জঙ্গল সাফারিতে শান্ত থাকা উচিত। পশুরা শব্দ করলে ভয় পায় এবং আক্রমণও করতে পারে। হাতির ১০০ মিটারের মধ্যে থাকাটা একেবারেই উচিৎ নয়। গাছে ওঠার চেষ্টা করা একেবারেই উচিত নয়। কারণ তারা সবচেয়ে বড় গাছকেও মুহূর্তেই ফেলে দিতে সক্ষম।

Viral Video
Advertisment