দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় এক সহকারী ট্রেন চালকের দই কেনার ঘটনা ভাইরাল হতেই তোলপাড় পড়ে গিয়েছিল। যদিও সেই ঘটনাটি ছিল পাকিস্তানের। এবার ঠিক একই রকম ভিডিও ভাইরাল হয়েছে ভারতেও। কচুরির প্যাকেট সংগ্রহ করার জন্য রাজস্থানের আলওয়ারের একটি ক্রসিংয়ের আগে ট্রেন থামালেন এক চালক। এই ঘটনা ভাইরাল হতেই ফের উত্তাল নেটদুনিয়া। ইউটিউবে এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে।
Advertisment
ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে একজন ব্যক্তিকে ট্র্যাকের কাছে কচুরির প্যাকেট হাতে করে দাঁড়িয়ে আছেন। বিপরীত দিক থেকে আসছে একটি দূরপাল্লার ট্রেন। লোকটিকে দেখে ট্রেনের চালক ট্রেনটি থামান এবং তাঁর হাত থেকে কচুরির প্যাকেটটি সংগ্রহ করেন। তারপর ট্রেনের হর্ন দিয়ে তিনি ট্রেনটি ছাড়েন। রেলগেটের বাইরে অজস্র যানবাহনকে অপেক্ষা করে থাকতে দেখা গিয়েছে।
এমন ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে নেটদুনিয়ায়। এপ্রসঙ্গে একটি সংবাদমাধ্যমের দাবি, এটা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রতিদিন সকাল আটটা নাগাদ ওই অঞ্চলে এই একই দৃশ্য দেখতে পাওয়া যায়। যতক্ষণ পর্যন্ত ট্রেনের চালক কচুরির প্যাকেট সংগ্রহ না করছেন ততক্ষণ রেল গেট পড়া থাকে এবং ব্যস্ত সময়ে মানুষজনকে অপেক্ষা করে থাকতে হয়।
ভিডিওটি নজরে এসেছে জয়পুরের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারেও। ডিআরএম নরেন্দ্র কুমার জানিয়েছেন, পাঁচজন রেল কর্মচারী দু’জন লোকো-পাইলট, দু’জন গেটম্যান এবং একজন ইন্সট্রাকটরকে বরখাস্ত করা হয়েছে ইতিমধ্যেই। এই ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে দোষী প্রমাণিত হলে রেলের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।