New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/cats_21156f.jpg)
উপর দিয়ে নয়, লাইনের নীচ দিয়েই ছুটে চলেছে আস্ত ট্রেন! লাখো মানুষ যাতায়াত করেন এভাবেই, দেখুন ভিডিও
উপর দিয়ে নয়, লাইনের নীচ দিয়েই ছুটে চলেছে আস্ত ট্রেন! লাখো মানুষ যাতায়াত করেন এভাবেই, দেখুন ভিডিও
ট্রেনকে সাধারণর আমরা লাইনের উপর দিয়েই ছুটে চলতে দেখি। কিন্তু কখনও কি দেখেছেন লাইন উপরে তার নীচ দিয়ে ছুটে চলেছে ট্রেন? বা শূন্যে উল্টো ভাবে ঝুলে থাকে ট্রেন? কিন্তু সম্প্রতি সামনে এসেছে এমন এক ভিডিও যা দেখে অবাক সকলেই। ট্র্যাকের নীচে শূন্যে ঝুলে থাকা অবস্থায় কীভাবে ট্রেন ছুটে যেতে পারে? কীভাবে মানুষজন তাতে ওঠা-নামা করতে পারেন এই ভেবেই মানুষজন বিভ্রান্ত। অথচ জার্মানিতে এমন দৃশ্য দেখা যায় রোজই। যেখানে ট্র্যাকের নীচে ঝুলন্ত ট্রেন চলে এবং প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই ট্রেনে যাতায়াতও করেন।
ট্রেনটি এটি মাটি থেকে প্রায় ৪০ ফুট উপরে ঝুলন্ত অবস্থায় ছুটে চলে। ট্রেন রুটটি ২১ শতকের আগেও তৈরি করা হয়েছিল। Wuppertal শহর এতটাই ব্যস্ত যে এখানকার রাস্তায় হাঁটাও বেশ কঠিন। পাহাড়ি এলাকা হওয়ায় মাটির নিচে ট্রেনও চলতে পারে না। ট্র্যাক স্থাপনের জন্য শহরে যখন কোনও জায়গা ছিল না তখন ইঞ্জিনিয়াররা প্রযুক্তিকে ব্যবহার করে ট্র্যাকটি শূন্যে ঝুলিয়ে দিয়ে ট্রেনটিকে উল্টো করে চালান। এই ট্রেনগুলি প্রতিদিন ১৩.৩ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে৷ এই রুটে ২০ টি স্টেশন আছে। এই ট্রেন টানা ১২৩ বছর ধরে চলছে। এই ট্রেনগুলির ভিডিওগুলি প্রায়শই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
The @Moma released this haunting 1902 film of the Wuppertal Suspended Railway in Germany - but now it’s been colourised and upscaled to 4K and it is incredibly beautiful pic.twitter.com/pKMV3BE1Zt
— Tim Dunn (@MrTimDunn) September 3, 2020