scorecardresearch

‘এভারগ্রিন গানে’ ‘রোমান্টিক পারফরম্যান্স’, মাইনাস ১২ ডিগ্রিতেও ঘাম ঝরছে, দেখুন viral video

বরফে মোড়া কোন এক পাহাড়ি মনোরম পরিবেশে ফের রিল বানিয়ে ভাইরাল এক যুবতী। তার নাচের ভিডিও ইন্টারনেটে রীতিমত আগুন ঝরাচ্ছে।

Viral Dance,viral video,Viral Dance Video, Viral Hot Dance Video, Sexy Dance Video, Suraj Hua Medium Song, Kabhi Khushi Kabhie Gham, Viral Girl Video, Viral, woman recreating Kabhi Khushi Kabhie Gham song, K3G song

শাহরুখ-কাজল জুটির ‘রোমান্টিক গান’ ‘সুরাজ হুয়া মাধাম'(Suraj Hua Maddham) মুক্তির ‘দুই দশক’ পরেও ইন্টারনেটে উষ্ণতা ছড়াচ্ছে। সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার মানুষকে এই গানটি ‘রিক্রিয়েট’ করতে দেখা গেছে। ২০০১ সালের জনপ্রিয় সিনেমা  “কাভি খুশি কাভি গম” এর এই এভারগ্রিন রোমান্টিক গানটি ফের সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়াচ্ছে। বরফে মোড়া কোন এক পাহাড়ি মনোরম পরিবেশে ফের রিল বানিয়ে ভাইরাল এক যুবতী। তার নাচের ভিডিও ইন্টারনেটে রীতিমত আগুন ঝরাচ্ছে।

ভাইরাল হওয়া এই নাচের ভিডিওতে, হলুদ শাড়ি পরে এক যুবতীকে “সুরজ হুয়া মাধাম” গানে তার ‘সাহসী নাচ’ পারফর্ম করতে দেখা যাচ্ছে। ব্যাকগ্রাউণ্ডে বরফে ঢাকা পাহাড়ের দৃশ্য এই ভিডিওটির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। ব্যবহারকারীরা গানটিতে মহিলার অভিব্যক্তি এবং লিপ সিঙ্ক পছন্দ করেছেন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই নাচের ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, “সুরাজ হুয়া মাধাম” গানে ‘কনিষ্ক শর্মা’ ভাইরাল নাচের ভিডিও মাইনাস ১২ ডিগ্রি তাপমাত্রায় রেকর্ড করা হয়েছে। এভারগ্রিন এই গানে মহিলার নাচে মুগ্ধ মানুষজন। ভাইরাল ডান্স ভিডিওটি ১৮ লক্ষ ভিউ এবং দেড় লক্ষ লাইক পেয়েছে। একজন ব্যবহারকারী মন্তব্য বিভাগে লিখেছেন, “এভারগ্রিনে নাচে সেরা রিল, চালিয়ে যান।”

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Trending dance video